অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, ভ্রাম্যমান আদালতের জরিমানা
দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে চারটি হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে হিলি বাজারের বিভিন্ন হোটেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম। এসময় সেখানে স্যানিটারি ইন্সপেক্টর আতিকুল রহমান উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম জানান, খাবারের হোটেলগুলোতে স্বাস্থ্যসন্মত উপায়ে খাবার তৈরি হচ্ছে কিনা ও ভোক্তা পর্যায়ে যথাযথ মানসন্মত উপায়ে খাবার যাচ্ছে কিনা সেটি নিশ্চিতে অভিযান চালানো হয়েছে।
এসময় কিছু হোটেলের রান্নাঘর ও রান্নার পদ্ধতি খুবই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ পাওয়া গেছে। এছাড়া ফ্রিজে রান্না করা খাবার ও কাচা মাছ মাংস একসাথে সংরক্ষণ করা হচ্ছে। আবার কোথাও আয়োডিন বিহিন লবনে খাবার রান্না করে ভোক্তাদের নিকট পরিবেশন করা হচ্ছ।
এসব অভিযোগে বাবা হোটেলকে ২হাজার, রুবেল হোটেলকে ৩ হাজার,লিজামনি হোটেলকে ২০ হাজার, আল মদিনা হোটেলকে ১০ হাজার টাকা। সর্বমোট চারটি হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরো দুটি হোটেলসহ তাদের সকলকে ভবিষ্যতে আর যেন নোংরা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, পরিবেশন না করে সেজন্য সতর্ক করা হয়েছে।
এএজেড