পঞ্চগড়ে নৌকাডুবি: নিহত ২০ জনের পরিচয় শনাক্ত
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। নিহত ২৪ জনের মধ্যে ২০ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু হয়। আর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২০ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
তারা হলেন- পলি রানী (১৪), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দিপঙ্কর (৩), প্রিয়ন্ত (৩), খুকী রাণী (৩৫), প্রমিলা রাণী (৫৫), তারা রাণী (২৪), শোনেকা রাণী (৬০), ফাল্গুনী রাণী (৫৫), প্রমিলা রাণী (৭০), ধনো বালা (৪৭), সুমিত্রা রাণী (৫৭), সফলতা রাণী (৪০), সিমলা রাণী (৩৫) হাসান আলী, (৫২), উশোশী (১), তনুশ্রী (১), শ্রেয়শী (১)।
পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মালম্বীদের শুভ মহালয়া উপলক্ষে রবিবার বিকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকা দিয়ে নদী পার হয়ে পূজা আর্চনায় যোগ দিতে যাচ্ছিলেন ভক্তরা। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে থাকে। এসময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠেন। তবে নৌকার বেশিরভাগ যাত্রী নারী ও শিশু হওয়ায় তারা নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে উদ্ধারকাজে যোগ দেন।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা ও আহতদের ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ধারণক্ষমতার চেয়ে নৌকায় অনেক বেশি যাত্রী ছিল। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের উদ্ধার কাজ ৫ ঘণ্টাব্যাপী চলেছে। তবে কেউ নিখোঁজ থাকলে তাদের স্বজনদের যোগাযোগের জন্য মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এসজি