ফুলছড়িতে হাটে অগ্নিকাণ্ডে অর্ধকেটি টাকার ক্ষতি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পাট হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধকেটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুরাতন ফুলছড়ির হাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাট চলাকালে দুপুর পৌনে ১২ টার দিকে পাটের একটি স্তুপে আগুন লাগে। মুহুর্তেই তা পুরো হাটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফার সার্ভিসের দুটি টীম উদ্ধার তৎপরতা চালায়।
এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় সর্বশান্ত হয়ে পড়ে অনেক পাট ব্যবসায়ী। এছাড়া হাটে থাকা অন্য পণ্যের আরো সাতটি গোডাউন-দোকান ভস্মিভূত হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, খবর পেয়ে ফুলছড়ি ও সাঘাটা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট মুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে অন্তত: অর্ধকেটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এএজেড