আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক মিশনের অনিয়মের তথ্য সংগ্রহ করার সময় ছয় সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দীন (৩৫)। এ ঘটনায় রুহিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিকরা।
অভিযুক্ত তসলিম উদ্দীন ১ নম্বর রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্টপুর এলাকার মৃত ফাগু রহমানের ছেলে।
জানা যায়, শনিবার (১৩ আগষ্ট) দুপুরে রুহিয়া মিশন রেলগেট এলাকায় স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন, আব্দুল কাদের জিলানী, কুদরত আলী, দুলাল হক, আকাশ রহমান ও আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দীন বাধা প্রদান করে। বাঁধা উপেক্ষা করে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করলে তসলিম উদ্দীন অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, যদি প্রাণে বাঁচতে চাও পালাও নাইলে তোমাদের জবাই করে মারব। এ সময় মুঠোফোনে একজনকে দেশীয় অস্ত্র নিয়ে বলেন।
এ বিষয়ে কথা বলার জন্য রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক বাবুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে রুহিয়া থানার ওসি সোহেল রানা ঢাকাপ্রকাশ-কে বলেন, রাতেই সাংবাদিকরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ