গাইবান্ধায় বাসচাপায় অটোভ্যান চালকসহ নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় অটোভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো দুই যাত্রী। শনিবার (৬ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালী মোড়ে এ দুর্ঘনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার বাতেন মন্ডলের ছেলে অটোভ্যান চালক শাহাজাহান আলী(৫০) ও ভ্যান যাত্রী নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)। আহতরা হলেন-উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল (৩৭)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল-শাহ পরান নামের একটি যাত্রীবাহী বাস লালমনিরহাটে যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৬টার দিকে বোয়ালিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। আহত হন অটোভ্যানের আরো দুই যাত্রী।
তারা আরো জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও নিচে ভ্যানটি আটকে যাওয়ায় ব্যর্থ হয়। অবস্থা বেগতিক দেখে বাস রেখেই পালিয়ে যায় চালক-হেলপার।
এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এসআইএইচ