ঠাকুরগাঁওয়ে কঙ্কাল চুরির ঘটনায় কবর খুঁড়ে মরদেহ যাচাই
ঠাকুরগাঁওয়ে করবস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনায় মামলার পর আদালতের নির্দেশে সেসব কবর খুঁড়ে মরদেহ যাচাই করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সেই ১৯ কবর খুঁড়ে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহ যাচাই করা হয়।
পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজির বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক ও ইমামের উপস্থিতিতে কবর খুঁড়ে যাচাই কাজ সম্পন্ন করেছে তদন্ত কমিটি। তবে এখনো প্রতিবেদন হাতে পাওয়া যায়নি।
এর আগে গত শুক্রবার (২৯ জুলাই) রাতে পীরগঞ্জ পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরি হয়ে যায়। পরে এ ঘটনায় একটি মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে প্রতিটি কবর খুঁড়ে মরদেহ যাচাই করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ গাবুর বলেন, আদালতের নির্দেশে কবরগুলো খুঁড়ে দেখা হচ্ছে কয়টা কঙ্কাল চুরি হয়েছে, কীভাবে চুরি হয়েছে।
এসজি/