রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | ২৫ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ আ.লীগের ৭৪ জন নেতাকর্মীর নামে মামলা

ছবি মার্জ : ঢাকাপ্রকাশ

নওগাঁ জেলা প্রশাসনের (ডিসি) কার্যালয়ে হামলার ঘটনার ৯ বছর পর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর ১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। মামলাটি আমলে নিয়ে এজহার নথিভুক্ত করতে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছাড়াও নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ, নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে আছেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান, সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর মজনু, রাজন, শরিফুল ইসলাম, সাগর ও খুরশিদ আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডিএম আতা ও ইলিয়াস তুহিন প্রমুখ।

মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর রাতে নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হামলার ঘটনা ঘটে। খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর, নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট কাগজপত্র ছিনতাই, জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ককটেল ও হাতবোমা বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।

মামলার বাদী বিএনপি নেতা আবুল কালাম আজাদ বলেন, ‘হামলার ঘটনার পর দিন নওগাঁ সদর থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা গ্রহণে অপরাগতা প্রকাশ করেন। মামলা করিলে হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এজন্য এতোদিন মামলা করতে পারিনি। সেদিনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

বাদীর আইনজীবী মিনহাজুল ইসলাম বলেন, ২০১৫ সালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী ফলাফল ঘোষণার সময় হামলার ঘটনায় দ-বিধির ১৪৩/৪৪৮/৩২৩/১১৪ ও ৩৪ ধারায় এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে এজহার হিসেবে নথিভুক্ত করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

Header Ad

ফের পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন

ছবি: সংগৃহীত

মাত্র তিন মাসের ব্যবধানে আবারো বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট পুলিশ সদস্যদের নিয়ে গঠিত এই সংগঠনের কমিটি পুনর্গঠন করা হলেও, তিন মাসের মাথায় তা আবার ভেঙে দিয়ে নতুন নেতৃত্বের ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের বিশেষ শাখা (এসবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাভার-আশুলিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলু।

নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে বর্তমান কার্যনির্বাহী পরিষদের কমিটি বিলুপ্ত করে ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, নতুন কমিটিতে ৭ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অতিরিক্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ পরিদর্শক (অব.) মো. মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক, এবং ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad

আসিফ নজরুলকে হেনস্থাকারী সেই আ.লীগ নেতা শ্যামলের বাড়ি টাঙ্গাইল, শাস্তি চায় এলাকাবাসী

আ.লীগ নেতা শ্যামল। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তাকারী সেই আওয়ামী লীগ নেতা শ্যামল খানের বাড়ী টাঙ্গাইল। তিনি টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

শ্যামল খান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে টাঙ্গাইলের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শাস্তি চেয়েছেন টাঙ্গাইলের সাধারণ মানুষ।

স্থানীয় মনসুর বিন সাইদ বুলবুল বলেন, আইন উপদেষ্টার সাথে এই দুর্ব্যবহার করা শ্যামল খানের ঠিক হয়নি। আমরা তার শাস্তি দাবি করছি।

একই এলাকার মামুন বলেন, বিগত দিনে জাতীয় নির্বাচনের সময় শ্যামল খান দেশে এসে আওয়ামী লীগের প্রার্থীদের টাকা দিতেন। তিনি আওয়ামী লীগের ডোনার ছিলেন। সেই টাকা দিয়ে অবৈধভাবে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। তিনি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তা টাঙ্গাইলের জন্য মানহানিকর। আমরা তার বিচার চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো. আল আমিন বলেন, ড. আসিফ নজরুল খান একজন সম্মানিত ব্যক্তি। ২৪ এর অভ্যুত্থানের একজন যোদ্ধা। রবিবার (১০ নভেম্বর) শ্যামল খানের বাসার অভিমুখে কর্মসূচি পালন করা হবে।

এ ঘটনায় শ্যামলা খানের ভাই কামরুল হাসান খান বাবুল বলেন, তিনি প্রায় ৩০ বছর যাবত সুইজারল্যান্ডে বসবাস করে আসছেন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে শ্যামল খান চতুর্থ। শুনেছি তিনি বিগত ১০ বছর যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়ি করে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান।

এ সময় দূতাবাসের প্রটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্তাকারীরা তাকে বিরক্ত করেছেন।

সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খানসহ অন্য আওয়ামী লীগ নেতারা সেখানে নেতৃত্ব দেন।

Header Ad

পলাতকদের ফেরাতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রবিবার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরনো ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে দেওয়া অভিযোগকে সরকার গুরুত্ব সহকারে নিচ্ছে না। তিনি জানান, আওয়ামী লীগের এই অভিযোগের পেছনে সরকারের মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্য রয়েছে এবং এটি গৃহীত হওয়ার মতো যথাযথ কোনো কারণ নেই।

আইন উপদেষ্টা আরও জানান, "এটা কোনো মামলা নয়; বরং আইসিসির প্রসিকিউশন অফিসকে একটি পিটিশন আকারে জানানো। পৃথিবীর যে কেউ এ ধরনের পিটিশন দাখিল করতে পারেন। তবে, এটি ভিত্তিহীন ও অবিশ্বাস্য দাবি, এবং এটিকে রিট করারও কোনো কারণ নেই। এটি শুধুমাত্র ফ্যাসিস্টচক্র কর্তৃক বাংলাদেশ ও বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে চালানো মিথ্যা প্রচারণার একটি অংশ।"

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, "আমরা ব্যক্তি পর্যায়ে তদন্তে গিয়ে তাদের দলের ব্যাপারে বিস্তারিত তথ্য পেয়েছি। দল হিসেবে সরাসরি তাদের বিরুদ্ধে তদন্ত শুরু না হলেও, সরকার যদি কোনো সময় দল হিসেবে বিচার শুরু করার সিদ্ধান্ত নেয়, তখন আমরা সেই প্রক্রিয়া শুরু করব। আপাতত আমরা ব্যক্তি পর্যায়ের বিচারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।"

সরকারের এই পদক্ষেপ দেশের আইনি কাঠামোতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার সাথে সমন্বিতভাবে কাজ করার এক অভিপ্রায় তুলে ধরছে, যা দেশের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Header Ad

সর্বশেষ সংবাদ

ফের পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন
আসিফ নজরুলকে হেনস্থাকারী সেই আ.লীগ নেতা শ্যামলের বাড়ি টাঙ্গাইল, শাস্তি চায় এলাকাবাসী
পলাতকদের ফেরাতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করছে সরকার
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে মির্জা ফখরুলের বাণী
ট্রাম্পের ছবি নিয়ে হাসিনার নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেপ্তার
গলায় রশি পেঁচানো অবস্থায় নিখোঁজ মুনতাহার মরদেহ মিলল পুকুরে
আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
আজ শহীদ নূর হোসেন দিবস
গাজায় ইসরায়েলি হামলায় ১ দিনে আরও ৪৪ ফিলিস্তিনি নিহত
আ.লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা
গুম কমিশনকে সব ধরনের সহায়তা দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রিমান্ডে অসুস্থ জুনাইদ আহমেদ পলক, হাসপাতালে ভর্তি
বাংলাদেশিদের জন্য ভারতে লালগালিচা বিছিয়ে রেখেছেন তিনি: অমিত শাহ
আ.লীগ প্রতিরোধে একই স্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কর্মসূচি
ষড়যন্ত্র রুখতে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৪
আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ উদ্বোধন
তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে: টুকু
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি