রাজশাহীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৭ জন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
নিহতরা হলেন- গোদাগাড়ীর বড়গাছি এলাকার নাইমুল ইসলাম (৮০) ও মেহের আলী (৭০)। অন্যজন সদর উপজেলার রাজপাড়ার এলাকার সোহেল রানা (৪৫)।
আহত ইউনুস (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), মো. মনিরুল (৪৫), মো. সোলেমান (৫০) ও রজবকে (৩১) রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ওসি কামরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।