রাজশাহী কারাগারে হাজতির মৃত্যু

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সইবুর রহমান (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলার আসামি ছিলেন। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজতির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।
তিনি বলেন, আসামি মাদক মামলায় ২০২০ সালে কারাগারে আসে। তার হার্টের সমস্যা ছিল। ডাক্তার নিশ্চিত করেছেন এই আসামি চেস্ট পেইন নিয়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসআইএইচএস
