আওয়ামী লীগের জনসভায় নারীদের ঢল
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইতিমধ্যে রাজশাহীতে এসে পৌঁছেছেন। রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। কয়েক ঘণ্টা পরেই দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দিবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করতে মাদ্রাসা মাঠে নেমেছে নারীদের ঢল।
প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে জনসভাস্থলে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামতে শুরু করে। যেখানে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। ছোট ছোট মিছিল নিয়ে সভায় আসছেন নারীরাও।
নারী নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী রাজশাহীবাসীকে অনেক দিয়েছেন। কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এর পাশাপাশি নারীর ক্ষমতায়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। সেজন্য তারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞ জানাতেই সমাবেশে এসেছেন।
নাটোর থেকে আসা মহিলা আওয়ামী লীগের সদস্য হাসিনা আক্তার বলেন, ‘আমরা রাজশাহী বিভাগের মানুষ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কারণ গত কয়েক বছরে যে পরিমাণ উন্নয়ন রাজশাহী এবং তার আশপাশের জেলাগুলোতে হয়েছে তা অকল্পনীয়। আমরা আর কিছু চাই না, প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি।
এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী বেগম আখতার জাহান বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, তাকে সমর্থন জানিয়েই নারীদের স্বর্শফূর্ত অংশগ্রহণ।
এসআইএইচ