তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য রামেক হাসপাতালে পৃথক কাউন্টার

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগে পৃথক টিকিট কাউন্টার খোলা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) দুপুরে রামেক হাসপাতালের বর্হিবিভাগে এ টিকিট কাউন্টারের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংগঠন দিনের আলো সংঘের সভাপতি মোহনা জানান, আগে হাসপাতালের বর্হিবিভাগে তারা বিড়ম্বনায় পড়তেন। অনেক সময় ছেলেদের লাইনে দাঁড়ালে বলা হতো মেয়েদের লাইনে যেতে। আবার মেয়েদের লাইনে গেলে ছেলেদের লাইনে দাঁড়াতে বলত। এ কারণে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতেন তারা। তাই তারা দীর্ঘ দিন ধরে পৃথক কাউন্টারের দাবি জানিয়ে আসছিলেন। আর সেটি পূরণ হওয়ায় এখন তারা খুশি।
এসময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন।
এসজি
