কর্মবিরতিতে রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার রেলিং থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের পিটিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপরই রাত সাড়ে ১১টা থেকে কর্মবিরতির ডাক দেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা।
আরও পড়ুন: রাবিতে হলের রেলিং থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
এদিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অন্যদিকে পরিস্থিতি নিয়ে রামেকের সভাকক্ষে আলোচনা চলছে। সেখানে রামেক পরিচালক, চিকিৎসকসহ নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত আছেন।
নিহত এমজিএম শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ওই হলের ৩৫৪নং কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।
এসজি
