ভাগ্নের রডের আঘাতে মামা নিহত, আটক ২

নাটোরের সিংড়ায় বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে ভাগ্নের লোহার রডের আঘাতে মামা খুন হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আব্দুর রহিম। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার নীলচড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত ছমির শেখ (৫৫) শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের মৃত দবির শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। আর আটককৃতরা হলেন-ভাগিনা স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও বোন জামাই (ভগ্নিপতি) বরকত আলী।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ির সামান্য জায়গা নিয়ে
মামা-ভাগ্নের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার (১২ অক্টোবর) বাদ মাগরিব মামা ও ভাগ্নের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগ্নের রডের আঘাতে ঘটনাস্থলেই মামার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ভাগ্নে আশরাফুল ইসলামসহ দুজনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
এসআইএইচ
