মিনিকেট নামে চাল বিক্রি বন্ধে অভিযান, জরিমানা
সরকারী ঘোষণা অমান্য করে মিনিকেট নামে চাল বিক্রি বন্ধে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর। প্রাথমিকভাবে ওই নামে চাল বিক্রি বন্ধে সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। এসময় সরকারী বিধি উপেক্ষা করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানাও করেন তিনি।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বাগাতিপাড়া উপজেলায় ওই অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকটি চাল বিক্রির পাইকারী দোকানে গিয়ে মিনিকেট চাল লিখা চালের বস্তা দেখা যায়।
সরকারী ঘোষণা স্মরণ করিয়ে ভবিষ্যতে ওই নামে চাল বিক্রি বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এর পরিবর্তে চালের বস্তায় ধানের জাত উল্লেখ করাসহ প্রয়োজনীয় তথ্য লিখতে বলা হয়। এরব্যত্যয় ঘটলে পরবর্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
এসময় বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজার এলাকায় মেসার্স ফারুক মেডিসিন মার্টকে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ১৩ হাজার টাকা,ছাড়াও একই বাজার এলাকায় মেসার্স শহিদুল স্টোরকে মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএজেড