ঢাবি হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নব গঠিত কমিটির ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেল গেইট জেলা বিএনপির কার্যালয়ে যেয়ে শেষ হয়ে ঘণ্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোত্তাদুল হক আদনান, সদর থানার সদস্য সচিব রিপন হোসাইন, জয়পুরহাট কলেজ শাখার আহ্বায়ক রেয়াজুল ইসলাম রেজা, পৌর শাখার সদস্য সচিব পিয়াস, দোগাচি ইউনিয়ন সভাপতি সোহান কবির প্রমূখ।
বক্তারা বলেন, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সাক্ষাৎ করার কথা ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব গঠিত কমিটির। বিকেলে নেতৃবৃন্দ ভিসির সাথে দেখা করতে গেলে ছাত্রলীগ আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়।
এতে বিশ্ববিদ্যাল ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক নেতাকর্মী আহত হয়। হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান নেতৃবৃন্দ।
এএজেড