রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে তুরস্ক: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, বাংলাদেশ এক মিলিয়নের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে তুরস্ক। তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তুরস্ক সব সময় বাংলাদেশের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া টিএমএসএস হাসপাতালের আইসিইউ ভেন্টিলেটর এর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়ন করছে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকসহ প্রতিটি ক্ষেত্রেই আমরা পরস্পরের পাশে দাঁড়াব। ব্যবসা-বাণিজ্যের প্রসারেও তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশে আসার আগে ভাবতাম, তুরস্ক সবচেয়ে বেশি অতিথিপরায়ণ। কিন্তু এখন মনে হয় বাংলাদেশ সেরা যারা কিনা স্থানীয় পর্যায়েও অনেক অতিথিপরায়ণ। এ ছাড়া টিএমএসএস এবং এর সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানাই যারা কিনা দেশের উন্নয়নে অবদান রাখছে।
টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের রিজিওনাল ম্যানেজার (রিসিডেন্ট কান্ট্রি হেড) রিজিওনাল হাব অব ঢাকা নাসিস সোলায়মান ও তুর্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির কো-অর্ডিনেটর সেভকি মার্ট বারিস।
টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি মোস্তফা ওসমান তুরান হাসপাতালের আইসিইউ ভেন্টিলেটর হস্তান্তরের উদ্বোধন করেন।
এসজি