দিনে-দুপুরে সরকারি কোয়ার্টার থেকে ১৬ ভরি স্বর্ণালংকার চুরি
নওগাঁর বদলগাছীতে দিনে-দুপুরে সরকারি কোয়ার্টারের পাশাপাশি দুটি ফ্ল্যাট থেকে ১৬ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। রবিবার (২১ আগস্ট) বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কোয়ার্টারে বেলা ১১টা থেকে বেলা ১২টার মধ্যে চুরিটি সংঘটিত হয়।
জানা যায়, বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কোয়ার্টারের দ্বিতীয় তলায় পাশাপাশি দুটি ফ্লাটে বসবাস করেন সিনিয়র নার্স জরিনা ও নাহিদ হায়দার। তাদের ফ্ল্যাটের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটায় চোরেরা।
চুরির বিষয়ে হাসপাতালের সিনিয়র নার্স জরিনার স্বামী মিজানুর বলেন, আমি বাইরে গিয়েছিলাম। এসে দেখি দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি শয়নকক্ষের জিনিসপত্র সবকিছু এলোমেলো, ওয়ারড্রোবের তালা ভাঙা। আমাদের সারা জীবনের সঞ্চয় ১৪ ভরি স্বর্ণালংকার সেখানে ছিল। তারা সব নিয়ে গেছে। যখন চুরি হয় তখন বাসায় কেউ ছিল না বলে জানান তিনি।
পাশের বাসার স্টাফ নার্স নাহিদ হায়দার বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজন হাসপাতালে ডিউটিতে ছিলাম। আর ছেলেরা স্কুলে। হঠাৎ পাশের বাসা থেকে ফোন পেয়ে বাসায় এসে দেখি দরজার তালা ভাঙা। ঘরের ওয়ারড্রোবের ড্রয়ার খোলা এবং সেটিরও তালা ভাঙা। ওই ড্রয়ারের ভেতরে ২ ভরি স্বর্ণালংকার ছিল।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চুরি হয়ে যাওয়া মোট ১৬ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা। এদিকে চুরির পর বদলগাছী থানার এসআই আলীম পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসজি/