নওগাঁর সীমান্তে মাদকসহ যুবলীগ নেতা আটক
নওগাঁর সীমান্ত থেকে ফেন্সিডিল বহন করে নিয়ে আসার পথে যুবলীগের এক নেতাসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৪-বিজিবি)। শুক্রবার (১৯ আগষ্ট) রাতে জেলার পত্নীতলা উপজেলার জামালপুর এলাকা থেকে তাদের আটক করে। শনিবার (২০ আগষ্ট) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (১৪-বিজিবি) পত্নীতলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আটকরা হলেন- জেলার সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সদরের মাষ্টার পাড়া মহল্লার মোখলেছুর রহমান এর ছেলে মনিরুজ্জামান সমাপন (৩১)। একই উপজেলার তাজপুর গ্রামের মৃত আজিজুল হক এর ছেলে রানা হোসেন (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ১৪ বিজিবি- রাধানগর বিওপির নায়েক মিজানুর রহমান এর নেতৃত্বে সীমান্ত পিলার ২৫৩/২-এস হতে ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহল দেয় বিজিবি সদস্যরা। এ সময় পাটুল ফরেষ্ট বাগানের সামনে পাকা রাস্তার পার্শ্বে অভিযান পরিচালনা করে দুই বোতল ফেন্সিডিলসহ মনিরুজ্জামান (সমাপন) ও রানা হোসেনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি হিরো মোটর সাইকেল, একটি হেলমেট, দুইটি মোবাইল ফোন এবং তিনটি মোবাইল সীমকার্ড উদ্ধার করা হয়। এছাড়াও টহল দলের উপস্থিতি টের পেয়ে আরো একজন চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে শনিবার (২০ আগষ্ট) পত্নীতলা থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাপাহার উপজেলা যুবলীগের সভাপতি নঈম উদ্দিন বলেন, মনিরুজ্জামান সমাপন উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিল। শুনেছি সে ফেন্সিডিল সহ আটক হয়েছে। তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
পত্নীতলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এএজেড