পাবনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
পাবনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রবিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।
দণ্ডিত স্বামী মো. সীফাত আলী চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামের মো. রব্বেল আলীর ছেলে।
মামলার এজাহার থেকে জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভিটাকাজীপুর গ্রামের মো. আরদেশ প্রামানিকের মেয়ে নাছিমা খাতুনকে বিয়ে করেন সিফাত অলী। তাদের সংসারে একটি পুত্র ও কন্যা সন্তান রয়েছে। আসামি সিফাত যৌতুকের দাবিতে নাছিমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করেন। ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর সকালে যৌতুকের দাবিতে স্ত্রী নাসিমাকে মারধর ও গলা টিপে হত্যা করে পালিয়ে যায় সিফাত আলী। পরে নিহতের বাবা আরদেশ বাদী হয়ে চাটমোহর থানায় সিফাত
আলীসহ পাঁচজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৫ জানুয়ারি তাদের আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা চলাকালে এক আসামির মৃত্যু হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার এ রায় ঘোষণা করে আদালত। রায়ে আসামি পক্ষের আইনজীবী ও পরিবার অসন্তুষ্টি প্রকাশ করেন। তবে বাদী পক্ষ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসআইএইচ