গাইড বই কোম্পানির সাথে ১৪ লাখ টাকা চুক্তিকাণ্ডে তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত
শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড বই আসার আগেই গাইড বই (সহায়ক) বাজারজাত করতে আল ফাতাহ পাবলিকেশন্সের প্রকাশনী নামের একটি কোম্পানীর সাথে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির ১৪ লাখ টাকা চুক্তিকাণ্ডের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদের প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
গত ৩০ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনাকে (ভূমি) মো. তারিকুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। এই তদন্ত কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাখাওয়াত হোসেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান বলেন, টাকা নেওয়ার বিষয়টি আলোচিত হওয়া এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। এনিয়ে গতকাল ৩১ ডিসেম্বর মঙ্গলবার চিঠি পেয়েছি। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সস্প্রতি জেলার ভূঞাপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতি শিক্ষার্থীদের হাতে গাইড বই তুলে দিতে আল ফাতাহ পাবলিকেশন্সের নামের প্রকাশনী কোম্পানির সাথে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গাইড বই কোম্পানীটি গত ১১ ডিসেম্বর ভূঞাপুর স্কাউট অফিসে মাদরাসা শিক্ষক সমিতির নেতাদের হাতে ১৪ লাখ টাকা তুলে দেয়।
এরপর বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন ভূঞাপুর উপজেলা শাখার কর্মকর্তারা কোম্পানীর কাছ থেকে এই টাকা গ্রহণ করে বলে অভিযোগ উঠে। পরে সেই টাকা থেকে ৯লাখ ৫০ হাজার টাকা সমিতির সোনালী ব্যাংকের হিসাব নম্বরে (৬০০৩০০২১৬৯৪০৭) জমা দেয়। এই নিয়ে জাতীয় ও স্থানীয় প্রিন্টসহ অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।