মুজিবকোট পুড়িয়ে আ.লীগ থেকে পদত্যাগের ঘোষণা
ছবি: সংগৃহীত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মুজিবকোট পুড়িয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিম।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারের সড়কের ওপর প্রকাশ্যে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রেজাউল করিম চৌমুহনী বাজারে এসে মুজিবকোটে আগুন দেন। ঘটনাস্থলে তিনি বলেন, "আমি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম। মুজিবকোট পুড়িয়ে আজ থেকে পদত্যাগ করলাম। এই দলের চাল-চলন আর আমার ভালো লাগে না।"
ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বিষয়টি নিশ্চিত করে বলেন, "রেজাউল করিম নৈতিক স্খলনে ভুগছেন। পূর্বে স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ব্যক্তিগত বাছাই করা নেতাদের মাধ্যমে প্রকৃত আওয়ামী লীগ কর্মীদের বঞ্চিত করা হয়েছে। এমন ঘটনার জন্য এ ধরনের হাইব্রিড নেতাদের দায় রয়েছে। ভবিষ্যতে আরও অনেকে এমনভাবে দল ত্যাগ করতে পারেন।"
রেজাউল করিমের পদত্যাগ এবং তার এই ধরনের প্রকাশ্য প্রতিবাদ স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর ফলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই ঘটনা স্থানীয় রাজনীতিতে দলের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।