বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash

জামালপুরে জামাই মেলা জমে উঠেছে

জামাইমেলায় মাছ দেখাচ্ছে ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলাশপুরে সাত দিনব্যাপী জামাই মেলা শুরু হয়েছে। প্রতিবছর নবান্ন উৎসব ঘিরে এ মেলা হয়ে থাকে। এই মেলা ঘিরে ঘরে-ঘরে জামাইরা শ্বশুর বাড়ি আসেন। মেলায় বড় আকর্ষণ বাহারি বড়-বড় মাছ ও মিষ্টি। এই মেলায় বড়-বড় রুই, কাতল, মৃগেল, চিতল, পাঙ্গাস, সিলভার কার্প এবং বিভিন্ন সামুদ্রিক মাছ বিক্রি হয়।

জামাইরা মেলায় এসে প্রতিযোগিতা করে মাছ কেনেন। এদিকে কে কত বড় মাছ কিনেছেন তা দেখার জন্য মেলায় আসেন প্রতিবেশীরাও। শুধু মাছ-মিষ্টি নয়, মেলায় রয়েছে, খেলনা, চুড়ি, নাগরদোলা, ভূতের বাড়ি, যাদু খেলা, ট্রেন, ঘোরদৌড়, লাঠি খেলা ও বাহারী খাবার।

মেলা কমিটির সভাপতি মোঃ খালেদ মাসুদ সোহেল তালুকদার বলেন, প্রতিবছর ১৭ ডিসেম্বর এই মেলা শুরু হয়ে সাতদিন চলে। এই মেলা থেকে জামাইরা বড়-বড় মাছ, মিষ্টি কিনে শ্বশুর বাড়ি যায়। মেলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। মোঃ মোখলেছুর রহমান বলেন, মেলায় পুলিশের পাশাপাশি মেলা কমিটির ভলান্টিয়ারসহ এলাকার লোকজন নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এখানে নির্দ্বিধায় মেলায় এসে সবাই নিরাপদে মেলার আনন্দ উপভোগ করতে পারবেন।

মোঃ শহিদুল ইসলাম নামে এক জামাই বলেন, প্রতি বছর তিনি এই মেলার আগের দিন শ্বশুর বাড়ি আসেন। এবার মেলা থেকে ৮ হাজার টাকার বড় একটি মাছ ও ৪ কেজি মিষ্টি কিনেছেন।

হাসান ইসলাম নামে এক যুবক বলেন, আমার শ্বশুরবাড়ি এ ইউনিয়নে। শ্বশুরবাড়ির দাওয়াতে মেলায় এসেছি। খুব ভালো লাগছে।

Header Ad
Header Ad

রোজার আগেই বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

রোজার আগেই বেক্সিমকো শিল্প পার্কের ২৭ হাজারের বেশি শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “বেক্সিমকোর যত দেনা-পাওনা রয়েছে, তা চলতি মাসের মধ্যেই পরিশোধ করা হবে। এই প্রক্রিয়ায় ইতোমধ্যে ভালো অগ্রগতি হয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হচ্ছে, যার যে পাওনা রয়েছে, তা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।”

পাওনা পরিশোধের পদ্ধতি নিয়ে তিনি জানান, অর্থ বিভাগ থেকে সরাসরি এই অর্থ প্রদান করা হবে নাকি শেয়ার বিক্রির মাধ্যমে পরিশোধ করা হবে, তা আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারণ করা হবে। সংশ্লিষ্টরা এই সময়ের মধ্যে চূড়ান্ত হিসাব করে জানাবেন, মোট কত টাকা প্রয়োজন এবং কত টাকা ইতোমধ্যে ব্যবস্থাপনায় রয়েছে।

শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, “তারা এখনও বেক্সিমকোর শ্রমিক। আমি তো বলতে পারি না ১০০ জন এখানে যাও, ৫০০ জন ওখানে যাও। তবে তারা সবাই দক্ষ শ্রমিক এবং আমরা কোনোভাবেই এত শ্রমিককে বেকার থাকতে দিতে পারি না। এর একটা সমাধান অবশ্যই হবে। সরকার শ্রমিকদের চাকরি হারিয়ে ঘরে ফেরানোর নীতি গ্রহণ করেনি।”

Header Ad
Header Ad

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারলো ভারত

ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল ইংল্যান্ড। তবে শেষ ম্যাচে মান বাঁচানোর সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি জস বাটলারের দল। বুধবার (১২ ফেব্রুয়ারি) আহমেদাবাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতের ব্যাটিং লাইনআপ। শুভমান গিল ১০২ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কা। তার সঙ্গে শ্রেয়াস আইয়ার ৬৪ বলে ৭৮, বিরাট কোহলি ৫৫ বলে ৫২ ও লোকেশ রাহুল ২৯ বলে ৪০ রান যোগ করলে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। ইংল্যান্ডের বোলারদের মধ্যে লেগ স্পিনার আদিল রশিদ ৬৪ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন, আর মার্ক উড নেন ২ উইকেট।

৩৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। ফিল সল্ট ও বেন ডাকেট ঝোড়ো সূচনা এনে দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ডাকেট ২২ বলে ৩৪ ও সল্ট ২১ বলে ২৩ রান করে আউট হলে চাপের মধ্যে পড়ে যায় ইংলিশরা। এরপর কিছুটা লড়াই করেন টম ব্যান্টন ও জো রুট। তবে ১২৬ রানে ব্যান্টন (৩৮) ও ১৩৪ রানে রুট (২৪) বিদায় নিলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে চলে যায়। শেষদিকে গাস আটকিনসন ১৯ বলে ৩৮ রান করে হারের ব্যবধান কমানোর চেষ্টা করলেও ৩৪.২ ওভারে ২১৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

ভারতের এই দাপুটে পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য দারুণ ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে এই ৩-০ ব্যবধানের জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।

Header Ad
Header Ad

গোবিন্দগঞ্জের সাবেক এমপি আতাউর রহমান বেলাল আর নেই

গোবিন্দগঞ্জের সাবেক এমপি আতাউর রহমান বেলাল। ছবি: সংগৃহীত

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান বেলাল আর নেই। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মরহুমের প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল ১১টায় নাকাইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় পাটোয়া (সরকারপাড়া) গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আতাউর রহমান বেলাল ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাপ ফুল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে গোবিন্দগঞ্জবাসী একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রোজার আগেই বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারলো ভারত
গোবিন্দগঞ্জের সাবেক এমপি আতাউর রহমান বেলাল আর নেই
নুরুজ্জামান কাফির পরিবারের পাশে সেনাবাহিনী, দোষীদের বিচারের আশ্বাস
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
একুশে বইমেলা তৌহিদী জনতার ‘ক্ষোভ-বিক্ষোভ’ ন্যায়সঙ্গত: ফরহাদ মজহার
দেশের প্রযুক্তি খাত ভারত ও শেখ পরিবারের কাছে জিম্মি: আমিনুল
বাকৃবিতে ৭৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নতুন ছাত্র হল
অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
বিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
ঢাকার আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাণিজ্যিকভাবে ‘যমুনা রেল সেতুতে’ ট্রেন চলাচল শুরু, স্বপ্নপূরণ উত্তরাঞ্চলবাসীর!
চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষন অধিকার অভিযানে ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেমের মৃত্যু
এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
চাকরিচ্যুত বিডিআরদের আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস দিলেন হাসনাত
ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি, মোদিকে আল্টিমেটাম
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি: শান্ত
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু