বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন যারা ভাবেন, তারা আহাম্মকের স্বর্গে আছেন: বঙ্গবীর কাদের সিদ্দিকী
বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা মুছে ফেলার চিন্তা যারা করেন, তারা "আহাম্মকের স্বর্গে" বাস করেন।
শনিবার (৭ ডিসেম্বর) টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে দলীয় বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, “স্বাধীনতা থাকলে আমরা থাকব। বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, এমনটা যারা ভাবেন, তারা গভীর মূর্খতায় আছেন। শেখ হাসিনার আওয়ামী লীগ দিয়ে হবে না, আওয়ামী লীগ হতে হবে মওলানা ভাসানীর ও বঙ্গবন্ধুর।"
তিনি ভারতের নীতির সমালোচনা করে বলেন, “ভারত যা করছে তা ভালো নয়। আমেরিকা বা অন্য কোনো দেশের হস্তক্ষেপে বাংলাদেশ পরিচালিত হবে না। মুক্তিযুদ্ধে আমরাই বিজয় অর্জন করেছি।"
আওয়ামী লীগ এবং বিএনপির চাঁদাবাজি প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “আওয়ামী লীগ যে চাঁদাবাজি করত, এখন বিএনপি তা করছে। তবে জামায়াত এই কাজে লিপ্ত হয়নি।”
সভায় আরও বক্তব্য রাখেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ বীর প্রতীক, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব।
এ সময় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছবুর খানের সভাপতিত্বে কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, উপজেলা শাখার কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জসীম উদ্দিন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।