লঞ্চের কেবিনে মিলল তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ
এমভি ময়ূর-৭। ছবি: সংগৃহীত
চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া এমভি ময়ূর-৭ লঞ্চের একটি কেবিন থেকে আনোয়ার হোসেন (২৫) নামে এক তরুণ ও রোজিনা আক্তার (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার (৩ আগস্ট) রাতে তাদের পরিবারের কাছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সদরঘাট নৌ-থানা পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম এবং চাঁদপুর নৌ-থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সদরঘাট নৌ-থানা জানায়, ময়ূর-৭ লঞ্চটি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বৃহস্পতিবার সকালে লঞ্চটির তৃতীয় তলার ৩১১ নম্বর কেবিন দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় স্টাফদের। তারা নৌ-থানাকে বিষয়টি অবগত করেন। নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কেবিনের জানালা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুজনের লাশ দেখতে পায়। পরে কেবিনে প্রবেশ করে তাদের লাশ উদ্ধার করে।
নৌ-পুলিশ আরো জানায়, নিহত আনোয়ার হোসাইন চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া ঘোটাল গ্রামের পাটোয়ারী বাড়ির মোহাম্মদ অলি উল্লাহর ছেলে ও নিহত রোজিনা বেগম মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুরের যোগতাহের মাঠ গ্রামের ইসমাইল শেখের মেয়ে।
ঢাকার সদরঘাট নৌ-থানা পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম বলেন, সকালে লঞ্চের স্টাফরা কেবিনে থাকা দুজনকে অনেকবার ডেকে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।