স্বতন্ত্র প্রার্থীকে দলীয় পদ থেকে সরিয়ে দিলেন রেলমন্ত্রী
ছবি: সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ ঘোষণা দেন। তিনি পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী।
তবে মন্ত্রীর এই ঘোষণাকে একতরফা ও মনগড়া বলে উল্লেখ করেছেন আনোয়ার সাদাত সম্রাট। তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্তে নির্বাচনে অংশ নিয়েছি।
একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে তিনি সম্পাদকের পদ হারালে রেলমন্ত্রীও সভাপতির পদ হারাবেন বলে জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ অবস্থায় তার পক্ষে দলীয় কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। তার জায়গায় দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সারোয়ার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
পরবর্তী দলীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বকুল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাবেন বলে জানান তিনি। নির্বাচনকালীন সময়ে তিনি দলীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করবেন বলেও আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।
এ সময় পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া আবু সারোয়ার বকুল বলেন, নির্বাচনকালীন সময় দলীয় কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করছি।
আনোয়ার সাদাত সম্রাট বলেন, আমি কেন্দ্রে কথা বলেছি। তারাও ফেডাপ। কোনো কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে বাদ দিয়ে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন না। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এটি করা হয়েছে। এটা সভাপতির মনগড়া ও সংগঠনবিরোধী সিদ্ধান্ত।