যাত্রী সেজে বাস কাউন্টারে ইউএনও'র অভিযান!
ছদ্মবেশে বাসের টিকিট কাটতে আসেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি আর সারোয়ার। তিনি পিংকি পরিবহনে করে ঢাকা যাবেন। এ সময় কাউন্টার ম্যানেজার তার কাছে টিকিট বাবদ এক হাজার ৫০০ টাকা দাবি করেন। এর কম হলে টিকিট হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। অবশেষে ইউএনও তার পরিচয় দেন।
রবিবার (৩০ এপ্রিল) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি আর সারোয়ার। পরে জরিমানার টাকা পরিশোধ করেন পিংকি পরিবহনের ম্যানেজার ময়েন উদ্দিন।
জানা গেছে, প্রতিবছর ঈদকে পুঁজি করে মোটরমালিক সমিতির নাম করে জেলার বিভিন্ন উপজেলায় ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাগামী ফেরত যাত্রীদের কাছ থেকে বাস কাউন্টারগুলো বেশি ভাড়া আদায় করেন। এমন অভিযোগের সুত্র ধরে, রবিবার রাতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার ছদ্মবেশে প্রথমে গ্রামীণ ব্যাংক সংলগ্ন মমিনের বাস কাউন্টারে অভিযান চালিয়ে বেশি ভাড়া আদায় করায় ৮ হাজার টাকা জরিমানা করেন। এরপর নজরুলের কাউন্টারে এক যাত্রীর কাছে বেশি ভাড়া আদায় করায় তাৎক্ষণিক ওই যাত্রীর অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়।
এরপর হানিফ কাউন্টার ও আনোয়ার কাউন্টারে অভিযানে পরিচালনা করে যাত্রীদের কাছে বেশি ভাড়া আদায় করায় তাৎক্ষণিকভাবে অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়।
এ সময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ও আদিতমারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি. আর সারোয়ার বলেন, বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগে এ অভিযান পরিচালনা করে জরিমানার পাশাপশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরএ/