যাত্রা শুরু করল মোহনগঞ্জ সমিতি ঢাকা
ফুলেল শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনের মুক্তিযোদ্ধা হলে ছিল এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান (শাহীন), বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সচিব ও বর্তমান বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। স্বাগত বক্তব্য দেন সমিতির নবকমিটির অভিষেক অনুষ্ঠানের আহবায়ক ও নারায়নগঞ্জ জেলার রেজিস্ট্রার জিয়াউল হক টিটু। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের অতিরিক্ত মহাপরিচালক প্রদীপ চন্দ্র দে।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন কণ্ঠশিল্পী শুভ্র দেব, তাপস ইকবাল, এরশাদুর রহমান, ক্ষুদে গানরাজ খ্যাত নওশীন তাবাসসুম স্মরণ, সিলন স্টার খ্যাত অদিতি আরশী।
৩০ অক্টোবর সাজ্জাদুল হাসানকে সভাপতি ও প্রদীপ চন্দ্র দে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। ১৯৯৩ সালে এই সমিতি প্রতিষ্ঠিত হয়।
এপি/এএন