রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৫ কর্মী গ্রেপ্তার

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর সোনাদীঘি মোড় এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেখানে গোপন বৈঠকে বসেছিলেন তারা। বোয়ালিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামায়াত কর্মী রবিউল ইসলাম (২৯), আবদুল আজিজ (৩৯), খলিলুর রহমান (৩১), রবিউল ইসলাম (৪৪), রবিউল ইসলাম (৪০), কুদ্দুসুর রহমান (৪৫), শফিকুল ইসলাম (৪৫), দেলোয়ার হোসেন (৫৫), বাকী বিল্লাহ বায়োজিদ (৪৫), আতিকুর রহমান (৪৬) আবদুল মালেক (৬৬), খিজির আহম্মেদ (৩৬) এবং শিবিরকর্মী নাফিজ ইমতিয়াজ মনন (১৯) ও দিসান ইফতে নাবিল (২০)।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, জামায়াত-শিবিরের এসব কর্মীদের কাছ থেকে তাদের কার্যক্রমের মাসিক প্রতিবেদন, জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা বইগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে আপত্তিকর কথাবার্তা লেখা রয়েছে।
তিনি জানান, সরকারবিরোধী ষড়যন্ত্র করতে জামায়াত-শিবিরের এই কর্মীরা গোপন বৈঠকে বসেছিলেন। পুলিশ দেখে কয়েকজন পালিয়ে গেলেও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বোয়ালিয়া থানায় একটি মামলা করার পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএসকে/এএন
