কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া শহরের মিলপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় নিজ বাড়িতে থেকে আনিসুজ্জামান বিল্লাল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ জানুয়ারি) সকাল ৮ টার দিকে বিল্লালকে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন তার বড় ভাই হেলাল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত আনিসুজ্জামান বিল্লাল সাখাওয়াত মুন্সীর ছেলে।
নিহতের পরিবার জানায়, বেশ কয়েকদিন ধরে আনিসুজ্জামান বিল্লালের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার বড় বোন নাজমা খাতুনের ঝগড়া বিবাদ চলছিলো। নাজমা খাতুনের স্বামী মারা যাওয়ার পর তিনি তার বাবার বাড়িতে বসবাস করছেন। গত শুক্রবার (৭ জানুয়ারি) বিল্লালের সাথে তার বাবা মা এবং বোন নাজমার ঝগড়া হলে তার বাবা মা বড় ছেলের বাড়িতে চলে যান। সোমবার সকালে বিল্লালের বড় ভাই তাকে গলায় দড়ি দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখেতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম জানান, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
