বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আনোয়ারায় নির্বাচন সহিংসতায় যুবকের মৃত্যু, প্রার্থীর ভোট বর্জন

চট্টগ্রামের আনোয়ারায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু ঘটে।

উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে এ সংঘর্ষে নিহতের নাম ধনঞ্জয় বিশ্বাস অংকুর (২৮)।

এদিকে নির্বাচনী সহিংসতা, জাল ভোট ও অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তিন ইউপি চেয়ারম্যান প্রার্থী। এরা হলেন- ৯নং পরৈকোড়া ইউনিয়নের বিদ্রোহী হিসেবে পরিচিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দীন সুজন, ১০ নং হাইলধর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সোলাইমান। ২ নং বারশত ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুল হক।

ভোট বর্জনের বিষয়ে নাজিম উদ্দীন সুজন বলেন, ‘কয়েকটি ভোট কেন্দ্রে আমার কর্মীদের ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। আমার এজেন্টদের জোর করে বের করা দেওয়া হয়েছে। নৌকার প্রার্থী প্রকাশ্যে বলছেন, ভোট দেওয়ার দরকার নাই। ভোট আমরা নিয়ে নেবো।’

এ বিষয়ে বক্তব্য নিতে ওই ইউনিয়নের নৌকার প্রার্থী মামনুর রশিদ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

অপরদিকে ভোট বর্জনের বিষয়ে হাইলধর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সোলাইমান বলেন, ‘চর দখলের মতো কেন্দ্র দখল করে জোরপূর্বক ভোট নিয়ে নিয়েছে নৌকার প্রার্থীর সমর্থকরা। এরকম হলে তো নির্বাচনের দরকার নাই। তাই ভোট বর্জন করেছি।’

বারশত ইউপির আমিনুল হক বলেন, ‘ভোট গ্রহণের শুরু থেকে নৌকার প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি করেন। বহিরাগত লোকজন এনে আমার সমর্থকদের ওপর হামলা করেন এবং ইউনিয়নের সব কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়। সকাল থেকে এত বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। এজন্য আমি ভোট বর্জন করেছি।’

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী রঘুনাথ শিকদার ও অপর প্রার্থী নাজিম উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ধনঞ্জয় বিশ্বাস অংকুর নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অংকুর মেম্বার প্রার্থী রঘুনাথ শিকদারের সমর্থক।

নির্বাচনী সহিংসতায় অংকুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম শিকদার। তিনি বলেন, ‘উপজেলা হাসপাতাল থেকে অংকুরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশ, বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।’

উল্লেখ্য, পঞ্চম ধাপে আনোয়ারা উপজেলার ১০ ইউপির মধ্যে ৪ ইউনিয়নে নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বি তিন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

আইকে/এএন

Header Ad

মুন্সি সমিতির অফিসে আগুন দিলো আইনজীবীরা

ছবি: সংগৃহীত

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহনকারী প্রিজনভ্যান আটকে বিক্ষোভের সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের সদস্যদের (ইসকন) সহায়তা করার অভিযোগে চট্টগ্রাম আদালতের ক্লার্ক অ্যাসোসিয়েশনের অফিসের (মুন্সি সমিতি) নথিপত্রে আগুন দিয়েছেন আইনজীবীদের একাংশ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতের প্রবেশ মুখে ভূমি অধিগ্রহণ শাখার উল্টোপাশে অবস্থিত ওই সমিতিতে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ– মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর ইসকন সদস্যরা তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন। এসময় মুন্সি সমিতির সদস্যরা নিজেদের পোশাক এবং খাবার পানি বিক্ষোভকারীদের সরবরাহ করেছেন। এছাড়াও তারা উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন।

ফিরোজুল ইসলাম তালুকদার নামে এক বিক্ষুব্ধ আইনজীবী বলেন, ‘এখান থেকে গতকাল মুন্সির পোশাক পরে গিয়ে ইসকনকে সাপোর্ট করেছে। তারা আইনজীবীদের অংশ। তারা তো এটা করতে পারে না। সাধারণ আইনজীবীরা এ নিয়ে ক্ষুব্ধ।’

তিনি আরও বলেন, ‘মুন্সিখানার নাম দিয়ে এখানে সব অপকর্ম করা হয়। প্রায় ১৮শ চেম্বার আছে আদালতে। তারা চেম্বারে না গিয়ে এখানে বসে থাকে। সকালে তাদের ফোন করে স্যার বলে বলে চেম্বারে নিতে হয়। আমরা চেম্বারে যাই ৯টায়, তারা সাহেবের মতো ১০টা নইলে ১২টার দিকে আসে।’

এ বিষয়ে চট্টগ্রাম আদালতের মুন্সি সমিতির সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ বলেন, ‘আমাদের নথি, ব্যাংকের স্টেটমেন্ট, ডিপিএসের কাগজপত্র, সমিতির সদস্যদের হিসাবের বই, আলমারি ভেঙে বের করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমিতিতে গতকাল কোনো বহিরাগত ঢোকেনি। আমাদের সংগঠনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান– সবাই আছে।’

তিনি বলেন, ‘সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও গতকাল আমি উপস্থিত ছিলাম। কিন্তু আমি গতকালের কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। এখন আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেব।

Header Ad

মৃত্যুর ৬ বছর পর প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান

ফাইল ছবি

বাংলাদেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু চলে গেছেন ৬ বছর আগেই। তবে আজও তিনি ভক্তদের মনে জীবিত। তার পুরোনো গানগুলো আজও ভক্তদের কাছে যেন প্রশান্তির খোরাক। এবার কিংবদন্তি এই শিল্পীর কণ্ঠে আবারো নতুন গান শুনবেন শ্রোতারা।

আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান। মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু। কিন্তু প্রকাশ করে যেতে পারেননি। সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

পরিকল্পনার প্রথম গানটি প্রকাশ পেতে যাচ্ছে এবার। গানের শিরোনাম ‘ইনবক্স’। লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষ্যে।

বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্‌যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি। এবার নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড মিউজিক ডেতে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ইনবক্স। গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চু ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে। মিউজিক ভিডিও বানিয়েছেন সাংবাদিক, উপস্থাপক ও সুরকার তানভীর তারেক।

শুধু এই একটি গানই নয়, আরও বেশ কয়েকটি গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু। বাকি গানগুলোও প্রকাশ করা হবে একে একে।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। কলেজজীবনে আগলি বয়েজ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন আইয়ুব বাচ্চু। ১৯৭৭ সালে যোগ দেন ফিলিংস (বর্তমানে নগর বাউল) ব্যান্ডে। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। এরপর যোগ দেন সোলসে। সোলসের অনেক গান সমৃদ্ধ হয়েছে আইয়ুব বাচ্চুর গিটারবাদনে। সোলসের সঙ্গে তিনি ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত।

১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড গড়েন আইয়ুব বাচ্চু। নাম দিয়েছিলেন লিটল রিভার ব্যান্ড। এই ব্যান্ডই পরে লাভ রান্স ব্লাইন্ড বা এলআরবি নামে পরিচিতি লাভ করে। মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এলআরবি দলের প্রধান।

Header Ad

তানজিম সাকিবের দারুণ বোলিং, জয়ে শুরু গায়ানার

ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লীগে শুরুটা দারুণ হলো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। প্রথমবারের মতো কোন বিদেশি ফ্র্যাঞ্চাইজ দলের হয়ে খেলতে নেমেই ২ উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা।

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ছয় উইকেটে হারিয়েছে দলটি। এ দিন ২০ রান খরচায় দুই উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব।

তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং হাসান খান। ২১ রান খরচায় চার উইকেট নেন প্রিটোরিয়াস। ৩১ রান খরচায় দুই উইকেট নেন হাসান খান। তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় লাহোর।

লাহোরের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তানজিম। প্রথম বলেই চার হজম করেন তিনি। দুই বল ডট দিয়ে চতুর্থ বলে তানজিম পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইগকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। সেই ওভারে আর কোনো রানই হজম করতে হয়নি তানজিম সাকিবকে।

পরের ওভারের জুনিয়র সাকিবের প্রথম দুই বলেই চার হাঁকান অ্যাডাম রসিংটন। এরপর অবশ্য আর কোনো রান দেননি এই পেসার। ইনিংসের ১২তম ওভারে আবারও আক্রমণে আসেন তানজিম। এই ওভারে ছয় রান হজম করেন তিনি। এর পর শেষ ওভারে আসেন তানজিম সাকিব। মাত্র দুটি বল করার সুযোগ। প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় বলেই রস্টন চেজকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান মির্জা। লাহোরের হয়ে ৪৫ বলে ৪৮ রান করেন টম অ্যাবেল।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারেই খেলা শেষ করে গায়ানা। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন দলটির উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ। কিমো পল ১৩ বলে অপরাজিত ২৭, মঈন আলী ১৯ বলে ১৭ রান করে জয়ের পথ সহজ করে দেন দলের জন্য। লাহোরের হয়ে দুটি করে উইকেট নেন সালমান এবং আসিফ আফ্রিদি।

Header Ad

সর্বশেষ সংবাদ

মুন্সি সমিতির অফিসে আগুন দিলো আইনজীবীরা
মৃত্যুর ৬ বছর পর প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান
তানজিম সাকিবের দারুণ বোলিং, জয়ে শুরু গায়ানার
ভিসার জন্য দুপুরে আমেরিকান দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া
ইসকন নিষিদ্ধে সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট
নারী যুগ্মসচিবের ধমক খেয়ে অজ্ঞান কর্মকর্তা, সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
আইনজীবী সাইফুল হত্যায় আটক ৩০
বিচ্ছেদের পর সামান্থাকে ‘সেকেন্ড হ্যান্ড’ শুনতে হয়
ইসকনের হামলার নিন্দা ও বিচারের দাবি শিবিরের
ভারতের বিবৃতি বন্ধুত্বের চেতনার পরিপন্থি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ মিছিল
ইউক্রেনে এক মাসে লন্ডনের অর্ধেকের সমান এলাকা দখল রাশিয়ার
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২২
স্বৈরাচার পালিয়েছে কিন্তু লেজ রেখে গেছে, তারা ষড়যন্ত্র করছে: তারেক রহমান
সহজেই বাংলাদেশকে হারাল উইন্ডিজ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান
এ আর রহমান আমার বাবার মতো: মোহিনী দে
ইসকন আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাইম আইয়ুবের বিস্ফোরক সেঞ্চুরিতে সমতায় ফিরলো পাকিস্তান