যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া ঘাটে
শুক্র ও শনিবার সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকায় রাজধানীর মানুষ পাটুরিয়া ঘাট হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছুটে আসেন নাড়ির টানে। ফলে বৃহস্পতিবার দুপুরের পর থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে পাটুরিয়া ঘাট এলাকায়।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা আড়াইটা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় শতাধিক যাত্রীবাহী পরিবহন এবং তিন শতাধিক পণ্যবাহী ট্রাক-পিকআপ ভ্যান অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিটিএর আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ২০টি ফেরি বরাদ্দ থাকলেও বর্তমানে ১৬টি ফেরি সচল আছে। ১টি মধুমতি ভাসমান কারখানায় মেরামত অবস্থায় এবং ভারী সমস্যার (ইঞ্জিনজনিত ত্রুটি) কারণে বাকি ৩টি ফেরি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে আছে।
বিআইডব্লিটিএর আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল বলেন, ‘মাওয়া ঘাট চালু থাকায় আমাদের দিকে চাপ কম পড়েছে। ছোট গাড়ির তেমন চাপ নেই, যাত্রীবাহী প্রায় শতাধিক পরিবহন এবং পণ্যবাহী তিন শতাধিক পরিবহন ঘাট পারাপারের অপেক্ষায় আছে। আবহাওয়া অনুকূলে থাকায়, ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে না।’
/এএন