সাতক্ষীরায় এলএসডি আমদানিকালে ২ ভারতীয় নাগরিক আটক
ভারত থেকে গমের ভূষির ট্রাকে করে ভয়ানক মাদক এলএসডি আমদানিকালে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাতক্ষীরা ৩৩ বিজিবির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট থানার পানিতর গ্রামের আববর মিস্ত্রির ছেলে আলাউদ্দীন মিস্ত্রি (৩৪) ও কলকাতা জেলার কাশিপুর থানার কাশিপুর গ্রামের মৃত হাফিজউদ্দীনের ছেলে মো. আবুল হাসান (৪৪)।
অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে গমের ভূষি আমদানি করা একটি ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় ট্রাক থেকে ডক জনির সহায়তায় ২০ লাখ টাকা মূল্যের এক বোতল (১০০ এমএল) ভারতীয় লিস্যারজিক ডাইথ্যালামাইড মাদক (এলএসডি) উদ্ধার করা হয়। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, আটক ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জব্দকৃত মাদকদ্রব্য ও ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় মামলা দেওয়া হয়েছে। এলএসডি বাংলাদেশে নতুন ও ভয়ানক মাদক বলে জানান তিনি।
টিটি/