কুষ্টিয়ায় ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৭
যুবকদের ডেকে নিয়ে যৌনকর্মীদের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে তা দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে কুষ্টিয়া থেকে সাতজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে র্যাব-১২'র কোম্পানি কমান্ডার মোহাম্মাদ ইলিয়াস খাঁন।
আটকরা হলেন- বাড়ির মালিক রেহানা আক্তার, কুলসুম খাতুন কাজল, স্থানীয় দৈনিক সময়ের দিগন্ত ও বিজয়ের বাণী পত্রিকার সাংবাদিক আলেক চাঁদ ও কিশোর গ্যাং নেতা স্বাধীন, তরিকুল ইসলাম, রাসেল আহমেদ ও পারভেজ শেখ।
সোমবার (২৭ ডিসেম্বর) কুষ্টিয়ার জগতি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত সোমবার দুই যুবককে শারীরিক সম্পর্কের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে আসেন রেহানা আক্তার ওরফে ফরিদা খাতুন ওরফে বুড়ি। এ সময় গোপনে তাদের ভিডিও ধারণ করে তা পরিবারের সদস্যদের কাছে পাঠানো এবং ইন্টারনেটে প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। এ কাজে তাকে সহায়তা করতেন স্বাধীন, তরিকুল ইসলাম, রাসেল আহমেদ, পারভেজ শেখ ও আলেক চাঁদসহ স্থানীয় কয়েকজন। গ্রেপ্তার তিনজনের মোবাইল ফোনে জিম্মি দুই যুবকের নগ্ন স্থিরচিত্র ও ভিডিও উদ্ধার করা হয়। এর আগে রেহানা মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগ করেন।
এসএন