সিলেটে জামানত হারালেন নৌকার ৪ প্রার্থী
সিলেটে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেও জামানত হারালেন চার প্রার্থী। জামানত হারানো চারজন চতুর্থ ধাপের নির্বাচনে (২৬ ডিসেম্বর) সিলেটের গোলপাগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে সিলেটের গোলাপগঞ্জে জামানত হারান ৩ জন এবং বিয়ানীবাজারে জামানত হারান আরও একজন নৌকা প্রতীকের প্রার্থী।
গোলপগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হওয়া এই তিন প্রার্থী হলেন লক্ষণাবন্দ ইউনিয়নে মো. আব্দুল করিম খান, ঢাকা দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী নজরুল ইসলাম এবং লক্ষীপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী মাহমুদ আহমদ চৌধুরী । তাদের মধ্যে মো. আব্দুল করিম খান পূর্ব ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র ২ ভোট পেয়েছেন। মোট ১১টি কেন্দ্রে তিনি সর্বমোট ভোট পেয়েছেন মাত্র ১৩৯টি। অপরদিকে, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী মাহমুদ আহমদ চৌধুরী পেয়েছেন মাত্র ৩৪৬টি ভোট। ফলে দুজনই হারিয়েছেন জামানত। আর একই উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৫৬০ ভোট।
এদিকে বিয়ানীবাজার উপজেলার ৮নং তিলপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমাদ উদ্দিন জামানত হারিয়েছেন। তিনি মাত্র ৯২০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী না পেলে জামানত বাজেয়াপ্ত করা হবে। এক্ষেত্রে ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৭ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পাঁচজন জামানত হারান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, ‘প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে প্রার্থী জামানত হারাবেন।’
ডিডি/এএন