ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু
নওগাঁর রাণীনগরে ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। সাউন্ড বক্সের সাউন্ড কমানোর জন্য ঘরের জানালা বন্ধ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়গাছা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের নাম আনোয়ারা বেগম (৪৫)। তিনি বাঁশবাড়িয়া গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে রাণীনগর থানার অফিসার্স ইনচার্জ শাহিন আকন্দ ঢাকাপ্রকাশকে জানান, বিয়ের অনুষ্ঠানে দুপুরের আগে বরসহ বরযাত্রীরা বিয়েতে চলে যায়। দুপুরের দিকে বাড়ির কিছু লোকজন বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়ির বাইরে সাউন্ড বক্স বাজাচ্ছিল। এ সময় বক্সের সাউন্ড জানালা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে বিকট শব্দ সৃষ্টি হচ্ছিল। সেই শব্দ কমানোর জন্য ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন আনোয়ারা বেগম। বাড়ির লোকজন ও স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, এ ঘটনায় রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
টিএ/এএন