হেরে গেলেন আত্মহত্যার হুমকিদাতা আরেফীন
জিততে পারলেন না ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও পদত্যাগকৃত আ. লীগ নেতা শামসুল আরেফীন। তিনি দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনের কয়েকদিন আগে দেওয়া এক ভিডিও বার্তায় ভোট কারচুপি হলে আত্মহত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন তিনি।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সোনাগাজী সদর ইউনিয়নে নৌকা প্রতীকে ৪ হাজার ১৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উম্মে রুমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী শামছুল আরেফীন ঘোড়া প্রতীকে ২ হাজার ৮০৪ ভোট পেয়েছেন এবং লাঙল প্রতীকে ১ হাজার ৮৫১ ভোট পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
তবে সামছুল আরেফীন নৌকার রুমার জয় প্রত্যাখ্যান করে বলেন, ‘জাল ভোট দিয়েছে নৌকার সমর্থকরা অথচ আমার বহু ভোট উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাতিল করেছে। এ ফলাফল বাতিলের জন্য আমি আদালতে যাবো।’
আরেফীন টানা দুইবার সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এবারের নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হন।
/এএন