৯০ দিন সংসার করার পর স্ত্রী জানলেন বিয়েই হয়নি

স্বামী-স্ত্রী পরিচয়ে ৯০ দিন সংসার করার পর স্ত্রী জানতে পারলেন তাদের বিয়েই হয়নি। বিষয়টি জানার পর স্থানীয়রা তাদের নতুন করে বিয়ে দিয়েছেন।
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার (৬ জুলাই) স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম হাওলাদার বিষয়টি ঢাকাপ্রকাশ’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৫ জুলাই) দিনগত রাতে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে তাদের নতুন করে বিয়ে সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে ৯০ দিন ধরে সংসার করছিল নওগাঁর তানোর উপজেলার পাচইন্দর গ্রামের মৃত আশরাফ সরদারের ছেলে সোহেল রানা। তিনি একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে বরগুনায় কর্মরত। আর ভুক্তভোগী নারী বরগুনার একটি ক্লিনিকে কাজ করতেন। সেই সুবাদে সম্পর্ক হয় তাদের।
ওই নারী জানান, সোহেল তাকে একদিন বরিশাল নিয়ে যান। সেখানে বন্ধুদের নিয়ে তার কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর নিয়ে জানান বিয়ে সম্পন্ন হয়েছে। এরপর থেকে সংসার শুরু করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম হাওলাদার জানান, বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা এ বিয়ের সম্পর্কে জানতে চান। কিন্তু সোহেল সঠিক কাগজ দেখাতে পারেননি।
তিনি বলেন, ছেলে-মেয়ের সঙ্গে প্রতারণা করে ঘর সংসার করছে। তাই স্থানীয় গণ্যমান্যদের নিয়ে তাদের নতুন করে বিয়ে সম্পন্ন করা হয়েছে।
ওই নারীর বাবা বলেন, আমার মেয়ে প্রতারণার হাত থেকে বেঁচেছে।
আরএ/
