মোরগ প্রতীকের জায়গায় ইভিএম মেশিন দেখাচ্ছে ফুটবল
প্রতীক পাল্টে গেছে ভোটকেন্দ্রে থাকা ইভিএম মেশিনে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভোটগ্রহণ শুরু হয়েছিল ৪ ঘণ্টা পর। এ তথ্য নিশ্চিত করেছেন প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিন।
ইউনিয়নটির ৩ নম্বর ওয়ার্ডে মাজেদ লড়ছেন মোরগ প্রতীক নিয়ে। কিন্তু ইভিএম মেশিনে তার প্রতীক দেখানো হচ্ছে ফুটবল। অন্যদিকে, রুহুল লড়ছেন ফুটবল প্রতীক নিয়ে। কিন্তু তার প্রতীক দেখানো হচ্ছে মোরগ। এটি মানতে রাজি নন দুই ইউপি সদস্য প্রার্থী।
রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও বিপত্তি বাধে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক নিয়ে। বেলা ১২টায় চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়।
চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিন জানান, এই ইউনিয়নে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হবে। তবে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক উল্টে যাওয়ায় জটিলতার সৃষ্টি হয়। আমরা সেটি সমাধান করেছি। আর ভোট গ্রহণ করতে দেরি হওয়ায় সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রে ভোটার উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
/এএন