ছেলের কোলে চড়ে ভোট দিলেন মা
বয়স ৮৫। নাম মোছা. মোমেনা। বয়সের ভারে হাঁটতে পারেন না, দেখেন না চোখে, শুনতে পারেন না কানে। তবুও এসেছেন ভোটকেন্দ্রে নিজের ভোট দিতে। যানবাহন না থাকায় দুই কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছেন ছেলের কোলে চড়ে।
মোমেনা নওগাঁ ধামুইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, ভোটার হওয়ার পর থেকে আমি কোনো ভোট বাদ দিইনি। এখন চোখে দেখি না, পারি না হাঁটতেও। তবুও ভোট দিতে এসেছি। আমার ছেলে কোলে করে নিয়ে এসেছে। ছেলের বউ ভোট দিতে সাহায্য করেছে।’
ছেলে মিজানুর রহমান ঢাকাপ্রকাশকে বলেন, ‘ভোটের দিন রাস্তায় গাড়ি না চলায় দেড় কিলোমিটার পথ মাকে কোলে করে নিয়ে এসেছি। এই বয়সে ভোট দিতে পেরে তিনি খুব খুশি।’
ধামইরহাট উপজেলার ধামইরহাট ও উমার দুটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। বাকি ৬টি ইউনিয়নে যথারীতি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, প্রতি ইউনিয়নে একটি করে মোবাইল টিম এবং প্রতি ৩টি ইউনিয়নের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স টহলরত। নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া সাদা পোশাকে পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলরত।
ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৩ জন ও সাধারণ সদস্য পদে ২৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
/এএন