সেই নজরুলের পাকা ঘর নির্মাণের কাজ শুরু

কুড়িগ্রামের ৯০ বছর বয়সী সেই চানাচুর বিক্রেতা নজরুল ইসলামের পাকাঘর নির্মাণের কাজ শুরু হয়েছে।
এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন ও সিনিয়র অফিসার মমিনুল ইসলাম ঘরের নির্মাণকাজের উদ্বোধন করেন। নজরুল ইসলাম প্রতি মাসে সংসার চালানোর নগদ অর্থও পাবেন বলে জানান তারা।
ঢাকাপ্রকাশে সংবাদ প্রকাশের পর ঘর পাচ্ছেন সেই নজরুল
পাকা ঘরের ভিত্তি স্থাপন হওয়ায় আনন্দের বন্যা বইছে নজরুল ইসলাম ও তার স্ত্রী মজিরন বেগমের পরিবারে। চানাচুর বিক্রেতা নজরুল ইসলামের বাড়িতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝেও বইছে খুশির জোয়ার। দিনটিকে স্মরণীয় করে রাখতে পদ্মা সেতুর উদ্বোধনের দিনেই (২৫ জুন) নজরুল ইসলামের বাড়ির নির্মাণকাজ শুরু করে এক্সিম ব্যাংক।
নজরুল ইসলাম বলেন, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার স্যার আমাদের মতো গরিব অসহায় মানুষকে নগদ অর্থ ও পাকা ঘর দেওয়ায় আমরা কৃতজ্ঞ। মহান আল্লাহ যেন গুণী মানুষকে সব সময় ভালো ভাবে রাখেন এবং আল্লাহ যেন মহান এ মানুষের হায়াত দান করেন।
নব্বই বছরেও ভার কাঁধে চানাচুর বিক্রি করেন নজরুল
তার স্ত্রী মজিরন বেগম বলেন, আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন এ মহান মানুষের জন্য দোয়া কামনা করেই যাব।
উল্লেখ্য গত ১১ জুন দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশ২৪ডটকমে ‘নব্বই বছরেও ভার কাঁধে চানাচুর বিক্রি করেন নজরুল ইসলাম’ শিরোনাম প্রকাশ হয়। এরপর খবরটি এক্সিম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নজরে আসে। এরপর তিনি এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেনকে নজরুল ইসলামের খোঁজ খবর নিতে পাঠান। ১৪ জুন বিকালে নজরুল ইসলামের বাড়িতে যান এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন ও সিনিয়র অফিসার মমিনুল ইসলাম। খোঁজখবর নিয়ে এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন নজরুল ইসলামকে নগদ অর্থ সহায়তা দিয়ে নজরুল ইসলামকে একটি পাকা ঘর দেওয়ার আশ্বাস দেন।
এ প্রসঙ্গে এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন ও সিনিয়র অফিসার মমিনুল ইসলাম জানান, এক্সিম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে শনিবার বিকালে নজরুল ইসলামের পাকা ঘরের ভিত্তি স্থাপনের মাধ্যমে কাজ শুরু করা হয়েছে। আশা করি ৮ থেকে ১০ দিনের মধ্যে পাকা ঘর নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। সেই সঙ্গে নজরুল ইসলামের করুণ কাহিনি গণমাধ্যমে তুলে ধরায় ঢাকাপ্রকাশের কুড়িগ্রাম প্রতিনিধি অনিল চন্দ্র রায়কে ধন্যবাদ জানান এ ব্যাংক কর্মকর্তা।
এসএন
