নৌকাকে বিজয়ী করতে 'বাহারের ছায়াই' যথেষ্ট: এমপি বাহার
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে সকাল পৌনে ১১টায় ভোট দেন তিনি।
ভোট দেওয়া শেষে কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাহার। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) থেকে আমাকে এখতিয়ার বহির্ভূতভাবে চিঠি দেওয়া হয়েছিল। আমি প্রার্থীদের পক্ষে কোনো জনসংযোগ করিনি, প্রচারেও ছিলাম না। তবুও তারা আমাকে চিঠি দিয়েছে। পক্ষান্তরে তাদের চিঠি নৌকার প্রার্থীর জন্য উপকারই হয়েছে। কারণ এই চিঠির পর কুমিল্লার মানুষ একজোট হয়ে নৌকার পক্ষে কাজ করেছে। নৌকার বিজয় হবেই হবে। নৌকাকে বিজয়ী করতে শ্যাডো বাহারই (বাহারের ছায়া) যথেষ্ট।
তিনি আরও বলেন, ইসির চিঠির ভাষাও সুন্দর ছিল না। একজন সংসদ সদস্যকে তারা এভাবে বলতে পারেন না। এই আইনটি সংশোধনের জন্য আমি সংসদে কথা বলব।
এর আগে সকাল ৮টা থেকে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত (নৌকা), মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), কামরুল আহসান বাবুল (হরিণ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম (হাতপাখা)।
এসজি/