নতুন স্বরাষ্ট্রসচিব ড. নাসিমুল গনি
ড. নাসিমুল গনি। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
ড. নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সৎ, দক্ষ এবং চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত। প্রখ্যাত সাংবাদিক ওসমান গণির পুত্র ড. গনি মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি জামালপুরের জেলা প্রশাসক এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ইরাক ও জর্ডানে বিদেশি মিশনে কাজ করেছেন। ড. নাসিমুল গনি বাংলাদেশ টেলিভিশন এবং নিপোর্টের মহাপরিচালক, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মো. জমির উদ্দিন সরকারের একান্ত সচিব এবং মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে দেশের স্কুল, কলেজ এবং মাদরাসার ভৌত অবকাঠামো উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।