দেশে ১৯ লাখ ৪০ হাজার তরুণ বেকার- বিবিএস’র জরিপ
ফাইল ছবি
বাংলাদেশের ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ শ্রমশক্তির মধ্যে ৭.২%, অর্থাৎ ১৯ লাখ ৪০ হাজার তরুণ বর্তমানে বেকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৩-এর চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
রবিবার (২২ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে আরও দেখা গেছে, এই তরুণ বেকারদের মধ্যে গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার ৮০.৭%, যা শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি। শহরাঞ্চলে এই হার ৭৫.১%। সামগ্রিকভাবে, দেশের মোট বেকার জনগোষ্ঠীর ৭৮.৯% হলো ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ।
জরিপে উঠে এসেছে, বেকার তরুণদের মধ্যে ৩১.৫% উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন, ২১.৩% মাধ্যমিক এবং ১৪.৯% তরুণ উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। মোট বেকার তরুণদের মধ্যে ১.৩৪ মিলিয়ন বা ৬৯.১% গ্রামীণ অঞ্চলের, আর ০.৬০ মিলিয়ন বা ৩০.৯% শহরাঞ্চলের। তরুণদের প্রাক্কলিত বেকারত্বের হার ৭.৩%—পুরুষদের মধ্যে এ হার ৯.৬% ও নারীদের মধ্যে ৪.৮%।
শহরাঞ্চলে তরুণদের বেকারত্বের হার ১০.৫%। নগরাঞ্চলে নারীদের মধ্যে বেকারত্বের হার ১৩.৩% ও পুরুষদের মধ্যে ৯.৩%। গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার ৬.৪%—পুরুষদের ৯.৮% ও নারীদের ৩.৫%।
প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ৩ মাসের বেকারত্বের হার সবচেয়ে বেশি ২৪.৮%। নারী ও পুরুষদের বেকারত্বের হারেও পার্থক্য বেশি। নারীরা তুলনামূলক কম সময় বেকার থাকেন। মাত্র ৭.৯% তরুণী দুই বছর বা তার বেশি সময় ধরে বেকার থাকেন।
প্রাথমিক বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি, কিন্তু উচ্চশিক্ষিতদের (বিশ্ববিদ্যালয় ডিগ্রি) মধ্যে বেকারত্বের হার তুলনামূলক কম।
এছাড়া বেকার তরুণদের বড় একটি অংশ ১ থেকে ৩ মাস কর্মহীন ছিলেন। দীর্ঘমেয়াদি বেকার তরুণদের মধ্যে (১-২ বছর বা তার বেশি সময়) একটি উল্লেখযোগ্য অংশ উচ্চশিক্ষিত—যথাক্রমে ১৯.২% ও ১৬.৩৫।
জরিপে আরও দেখা গেছে, শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণে নেই এমন তরুণদের মধ্যে ৬১.৭% নারী এবং ৩৮.৩% পুরুষ। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকা নারীর সংখ্যা বেশি হওয়ার পেছনে নারীদের গৃহস্থালি কাজ ও প্রাতিষ্ঠানিক বাধাগুলো মূল কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকা সবচেয়ে বড় অংশের বয়স ১৫ থেকে ১৯ বছর। এ বয়সি ৩.৩৬ মিলিয়ন বা ৪০.৭% তরুণই শিক্ষা, কর্ম বা প্রশিক্ষণে নেই। ২৫ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে এ হার ৩০% বা ২.৪৮ মিলিয়ন এবং ২০ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে এ হার ২৯.৩% বা ২.৪২ মিলিয়ন।
শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকা তরুণদের মধ্যে ৪১.৯% গ্রামীণ ও ৫৮.১% শহুরে অঞ্চলের। সামগ্রিকভাবে ১৫ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকার হার ১৮.৯%—পুরুষদের মধ্যে এ হার ১৫.৪% ও নারীদের মধ্যে ২২.১%।