বকেয়া পাওনার দাবিতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ
রাষ্ট্রায়ত্ত ২৫ পাটকল চালু ও বকেয়া পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা-যশোর মহাসড়কের নতুনরাস্তা মোড়ে খালিশপুর-দৌলতপুর জুটমিল কারখানা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে শ্রমিকরা পিপলস মোড় থেকে মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়ে হাজির হন। সেখানে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বকেয়া পাওনা পরিশোধ ও উৎপাদন বন্ধ থাকা ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বক্তারা বলেন, করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ৩০ জুন থেকে খুলনা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জের ৫টি পাটকলের উৎপাদন বন্ধ আছে। এর ফলে দীর্ঘ ১৭ মাস মজুরি না পাওয়ায় শ্রমিকরা এখন মানবেতর জীবনযাপন করছেন।
সমাবেশে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্যসচিব এস এ রশীদ বলেন, ‘সরকার কয়েক হাজার শ্রমিকের পেটে লাথি মেরে রাতের অন্ধকারে ২৫টি পাটকল বন্ধ করে দিয়েছে। অথচ রাষ্ট্রের অর্থনীতি সচল রেখেছে যে শ্রমিকরা, তারা আজ বেতন পাচ্ছেন না।’
শ্রমিক নেতা মনির হোসেন মনিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, দৌলতপুর জুট মিলস কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, যশোর-খুলনা আঞ্চলিক বদলি কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন ও সদস্যসচিব আব্দুর রাজ্জাক তালুকদার, শ্রমিকনেতা নূরুল ইসলাম এবং ছাত্র ফেডারেশন খুলনা নগর শাখার আহবায়ক আল আমিন শেখ।
এসএসআই/এএন