ত্রিশালে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুর্ঘটনাকবলিত বাসটির চালক জুয়েল মিয়া (২৩) এবং হিমেল (২৫) নামে এক বাসযাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট যাচ্ছিল ইমাম পরিবহনের একটি বাস। সেটি জিরোপয়েন্ট এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাককে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দিয়ে একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। তারপর রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। বাসচালকের নাম জানা যায়নি।
একে/এএন