প্রেমিকেকে অপহরণ করে প্রেমিকার মুক্তিপণ দাবি!
তামিম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত মো. মাইন উদ্দিন ও আফিয়া খাতুনের ছেলে।
আফিয়া খাতুন জানায়, গত পাঁচ দিন আগে তামিম ঢাকায় জুতার কাজ করবে বলে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে তার একটি নাম্বার থেকে ফোন আসে তার ছেলে তামিমকে অপহরণ করা হয়েছে। ফোনের ওই পাশ থেকে একটি মেয়ে কণ্ঠ জানায়, যদি তার ছেলেকে জীবিত চায় তবে যেনো অতিদ্রুত এক লাখ টাকা দিয়ে ছাড়িয়ে নেয়।
এই ঘটনার পর অসহায় মা এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে ঘটনার দুইদিন পর কুলিয়ারচর থানার দ্বারস্থ হয়। পরে কুলিয়ারচর থানা পুলিশ দীর্ঘ আরও তিনদিনের পরিশ্রমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার (৬ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ শহর থেকে তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর তামিম জানায়, প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে তারা দুজনে এই অপহরণের নাটক সাজায়।
এই বিষয়ে কুলিয়ারচর থানার (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তথ্য প্রযুক্তির সহযোগীতা নিয়ে তামিমকে উদ্ধার করা হয়ে,পরবর্তীতে কাউন্সিলিং করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।