নওগাঁ মহিলা দলের সভাপতি সীমা, সম্পাদক ফাতেমা
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নওগাঁ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ৪৩ সদস্যের এ কমিটিতে মাসরেখা বানু চৌধুরী সীমাকে সভাপতি এবং ফাতেমা খাতুন সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিনা আক্তারকে।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে বিষয়টি ঢাকাপ্রকাশ-কে নিশ্চিত করেছেন অনুমোদিত নতুন কমিটির সভাপতি মাসরেখা বানু চৌধুরী সীমা।
বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে নওগাঁ জেলা মহিলা দলের কমিটি গঠন করা হয়। তারপর সেটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে জেলা মহিলা দলের কোনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। আহ্বায়ক কমিটি দিয়ে এতোদিন দলের কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
গত ২৫ ফেব্রুয়ারি নওগাঁ শহরের কেডি স্কুল মিলানায়তনে জেলা মহিলা দলের কর্মী সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। সম্মেলনে সভাপতিত্ব করেন- জেলা মহিলা দলের আহ্বায়ক রায়হান আকতার রনি।
সদস্য সচিব শবনম মোস্তারী কলি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সীমা চৌধুরীর সঞ্চালনায় সেদিনের সম্মেলনে বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় মহিলা দলের টিম প্রধান জাহান পান্না, সদস্য লাভলী রহমান প্রমুখ।
সম্মেলনে কেন্দ্রীয় নেত্রীরা জেলা কমিটি ঘোষণার লক্ষ্যে জেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত গ্রহন করেন। কিন্তু সেদিন জেলা কমিটি ঘোষণা করেননি।
গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে সীমাকে সভাপতি ও ফাতেমাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নওগাঁ জেলা মহিলা দলের ৪৩ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
জানতে চাইলে নতুন কমিটির সভাপতি মাসরেখা বানু চৌধুরী সীমা বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তে এবং তৃণমূলের নেতা-কর্মীদের মতামত নিয়ে সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে নিয়ে মহিলা দলকে এগিয়ে নিতে চাই।’
তিনি আরও বলেন, ‘অনেক কাজ বাঁকি আছে। সেগুলো আগে করতে চাই। এ ছাড়া রমজান মাস শেষ হলে শুরুতেই সম্মেলনের মাধ্যমে উপজেলা পর্যায়ে কমিটি ঘোষণার কাজ শুরু হবে।‘
এমএসপি