নওগাঁয় ৩৫ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩
নওগাঁর মহাদেবপুর থেকে ৭০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তি পাচারকারী তিনজনকে আটক করা হয়। মূর্তিটির আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।
বুধবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গনেশ পালের বাড়িতে যৌথ অভিযান চালায় মূর্তিটি উদ্ধার করে এনএসআই ও পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার সুলতানপুর গ্রামের মণি মন্ডল (২৫), তাতারপুর গ্রামের সুমন সরদার (৩০) ও একই গ্রামের রকি মন্ডল (১৯)। তাঁরা মূর্তিটি পাচারের চেষ্টা করছিলেন বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আজম উদ্দিন আহমেদ বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গণেশ পালের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তিনজনকে আটক করা হয়। মূর্তিটির বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৭০ কেজির ওপরে। মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি। ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথর দিয়ে তৈরি প্রত্নতাত্নিক নিদর্শন সংবলিত ব্রহ্মা মূর্তি। এর আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার মূর্তিটি প্রত্নতাত্নিক বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
এসআইএইচ