উত্তরাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি, ৩৪ মামলার আসামি মবু গ্রেপ্তার
উত্তরাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি মবু ডাকাতকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (৫ এপ্রিল) গভীর রাতে র্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কাউয়ার মোড় থেকের ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৫০ বোতল ফেন্সিডিল, ১৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। তার নামে উত্তরবঙ্গের বিভিন্ন থানায় চৌত্রিশটি মামলা রয়েছে।
এলাকার এক আতঙ্কের নাম ছিল ‘মবু ডাকাত। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে তার কার্যক্রম চালাতেন। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বার্তায় তিনি জানান, মো. মবু মিয়া ওরফে মবু ডাকাত (৫৫) উত্তরবঙ্গের একজন কুখ্যাত মাদক কারবারি এবং চোরাকারবারী। নীলফামারী জেলা তথা উত্তরবঙ্গের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতাও তিনি।
মঙ্গলবার (৫ এপ্রিল) গভীর রাতে র্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার (২নং পুটিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে) কাউয়ার মোড় এলাকা থেকে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৫০ বোতল ফেন্সিডিল, ১৪ পিস ইয়াবাসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক কারবারি মো. মবু মিয়াকে গ্রেপ্তার করে।
এমএসপি