শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ | ১৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

'বুক কাঁপছে, তলিয়ে যাচ্ছে সোনার ধান’

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার নজরখালী বাঁধ ভেঙে শনিবার সকাল থেকে পানি ঢুকছে টাঙ্গুয়ার হাওরে। তলিয়ে যাচ্ছে জমির ধান।

সোমবার (৪ এপ্রিল) বিকালে শাল্লা উপজেলার বাঘার হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে। কৃষকদের চোখের সামনেই ভেসে যাচ্ছে হাজার একর ফসলি জমি। এ ছাড়া মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যার আগ মুহূর্তে ঢলের পানিতে শাল্লা ও ধর্মপাশা উপজেলার পাঁচটি বাঁধ উপচে হাওরে পানি ঢুকে। পানি ঢোকার কিছু সময় পরেই বাঁধগুলো ধীরে ধীরে ভাঙতে থাকে। এতে শতাধিক হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

এ ছাড়া ফাটল দেখা দিয়েছে জেলার আরও বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধে। এরই মধ্যে সীমান্তের ওপার ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সুনামগঞ্জের সব নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ঝুঁকিতে আছে হাওরের বহু বাঁধ। এদিকে হাওর এলাকায় চাষ করা ধান এখনো সবুজ, কাঁচা। পাকতে সময় লাগবে আরও ১২থেকে ১৫ দিন। এর মধ্যেই ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কৃষকের শ্রমে–ঘামে ফলানো ‘সোনার ধান’ ঝুঁকির মুখে পড়েছে। এতে চরম আতঙ্ক আর উদ্বেগে আছেন হাওরপাড়ের কৃষকেরা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের ছোট-বড় ১৫৪টি হাওরে এবার ২ লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ৩ হাজার ২২০ কোটি টাকার বোরো ধান। চলতি মৌসুমে জেলার ১২টি উপজেলার বিভিন্ন হাওরে বোরো ফসলের সুরক্ষার জন্য ৭২৪টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ১৩০টি ঝুঁকিপূর্ণ ক্লোজারসহ ৫৩২ কিলোমিটার বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ জন্য সরকার ১১৯ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনই বন্যার কোনো আশঙ্কা নেই। তবে সুনামগঞ্জ জেলায় প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেখা দেয় অকাল বন্যা। মার্চের দিকে শুরু হওয়া এ বন্যায় হাওরের বোরো ধান ভাসিয়ে নিয়ে যায়। ফলে ধান রক্ষায় প্রতি বছর হাওরে নির্মাণ করা হয় ফসলরক্ষা বাঁধ। এ বছরে সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের বাঁধ নির্মাণ কাজ শতভাগ শেষ করার বাধ্যবাধকতা থাকলেও নির্দিষ্ট সময়ে বেশিরভাগ বাঁধের নির্মাণ কাজ শেষ করতে পারেননি সংশ্লিষ্টরা। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শুরু ও শেষ না হওয়ায় আজ হাওরের এমন দশা। একই সঙ্গে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে স্বেচ্ছাচারিতার অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জে প্রতি ৪-৫ বছর পর পর হাওরে চরম বিপর্যয় নেমে আসে। অকাল বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে হাওরের ফসলের ক্ষতি হয়। ২০১৭ সালে সুনামগঞ্জ জেলার হাওর বিপর্যয়ের পর শঙ্কামুক্ত ৪ বছর কাটিয়েছেন কৃষকেরা। এবার ফসল রক্ষা বাঁধ নির্মাণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)।

বোর্ড আগে ঠিকাদারদের মাধ্যমে বাঁধের নির্মাণ করত। তবে ২০১৭ সালের ফসলহানির পর সমালোচনার মুখে এ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়। ২০১৮ সাল থেকে স্থানীয় উপকারভোগীদের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে বাঁধের কাজ করা হচ্ছে। প্রতিটি বাঁধের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক ও উপজেলা পাউবো কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠন করা হয় আলাদা আলাদা পিআইসি। তবে নির্মাণকাজে পরিবর্তন আনা হলেও বন্ধ হয়নি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে স্বেচ্ছাচারিতার অনিয়ম-দুর্নীতির অভিযোগ। এ কারণে বাঁধের উপর আস্থা ছিল না কৃষকদের। তাদের আস্থা না থাকার যৌক্তিক কারণের প্রমাণও মিলেছে, জেলার বেশ কয়েকটি হাওরের বাঁধে ভাঙন ও বাঁধে ফাটল দেখা দেয়। বর্তমান সময়ে হাওরে হাওরে ফসল রক্ষার যুদ্ধ করছেন সুনামগঞ্জের কৃষকরা। বেশিরভাগ কৃষক ক্ষোভ প্রকাশ করেছেন।

অসময়ে হওয়া বাঁধের মাটি কমপেকসন না হওয়ায় (না বসায়) বৃষ্টি পড়তেই ফাটল দেখা দিয়েছে, কোথাও কোথাও বাঁধের নিচ দিয়ে হাওরে পানি ঢুকছে, পিআইসিসহ বাঁধ নির্মাণকারীদের অবহেলায় এখন কৃষকের যত ক্ষয়ক্ষতি আর ভোগান্তি।

ক্ষোভ প্রকাশ করে মাটিয়ান হাওরপাড়ের কৃষক কবির আহমেদ বলেন, ‘বাঁধে ব্যাপক অনিয়ম হয়েছে। বাঁধে নামমাত্র মাটি ফেলে দুরমুজ না করে দায়সারা ভাবে কাজ করেছে দায়িত্ব প্রাপ্ত পিআইসি। বিভিন্ন বাঁধে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে বৃষ্টিও থামছে না। ফসল নিয়ে আমরা খুবই শঙ্কায় আছি। বুক কাঁপছে, রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছি, ফসল তলিয়ে গেলে আমাদের না খেয়ে মরতে হবে।’

স্থানীয় আরেক কৃষক জিয়াদ আলী ঢাকাপ্রকাশকে বলেন, ‘৪৪ নম্বর প্রকল্পের দায়িত্বে থাকা পিআইসি সভাপতি ফিজিল মিয়া ও সেক্রেটারি কয়েছ মিয়া বাঁধ নির্মাণ কাজ নিয়ে গাফেলতি করেছেন। বাঁধ নির্মাণে অনিয়ম হওয়ার কারণেই আমরা এখন ফসল নিয়ে ঝুঁকিতে রয়েছি। রাতের ঘুম হারাম হয়ে গেছে।’

বোয়ালা হাওরের কৃষক আব্দুল মালেক ঢাকাপ্রকাশকে বলেন, হাওরে কোটি কোটি টাকার বাঁধ নির্মাণ হচ্ছে। তবে কয়েকটি বাঁধের জন্য প্রতি বছরই কেন আমরা সোনার ফসল নিয়ে উদ্বিগ্ন থাকব? বাঁধে প্রয়োজনীয় বাঁশ ও বস্তা লাগানো হয়নি। নদীতে পানি বাড়ায় ভাঙছে বাঁধ। বাঁধে সার্বক্ষণিক পাহারা দিতে হচ্ছে। জরুরি ভিত্তিতে বাঁধে এখন বাঁশ ও বস্তা দিয়ে শক্ত করতে আমরা গ্রামের মানুষ রোজার দিনে রোজা অবস্থায় কাজ করতে হচ্ছে। একটি সঠিক পরিকল্পনা গ্রহণ করলেই আমরা শঙ্কামুক্ত থাকি।

সর্বশেষ ২০১৭ সালে ফসলডুবিতে হাওর থেকে একেবারে শূন্য হাতে ফিরেছিলেন সুনামগঞ্জের কৃষকেরা। এবারও শুরু থেকেই একটা আশঙ্কা ছিল। হাওরে কৃষক থেকে শুরু করে সুনামগঞ্জ জেলার একাধিক স্থানীয় বাসিন্দা ঢাকাপ্রকাশকে জানান, উজান থেকে যেভাবে পাহাড়ি ঢল নামছে, এর মধ্যে বৃষ্টিও থামছে না। নদ-নদীর পানি বাড়ছে, এতে করে তারা ২০১৭ সালের মতো পরিস্থিতির আশঙ্কা করছেন। বৃষ্টি ও ঢল না থামলে পানি উন্নয়ন বোর্ড যেসব বাঁধ দিয়েছে, তাতে ফসল রক্ষা হবে না।

বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপাড়ের কৃষক বরকত উল্লাহ ঢাকাপ্রকাশকে বলেন, ‘হাওরে সবুজ ধান ক্ষেতে ধানে মাত্র শিষ আসছে। নদীতে পানি ভরে গেছে। এর জন্য মনে ভয় ঢুকছে। এ জমির ধানের উপরই আমরার বাঁচা-মরা। একমাত্র বোরো ফসল দিয়ে আমার সাত সদস্যের পরিবারের জীবিকা নির্বাহের মাধ্যম। ৩০ কেদার (৩০ শতাংশে ১ কেদার) জমিতে ধারদেনা করে এবার বোরো আবাদ করেছি। ধান তুলতে পারলে ধারদেনা শোধ করে সারা বছর নিশ্চিন্তে চলতে পারব। ফসল তুলতে না পারলে পথে বসা ছাড়া উপায় নেই।’ 

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন শুভ ঢাকাপ্রকাশকে বলেন, শুধু উজানের ঢলের দোহাই দিলে চলবে না, ফসল ঝুঁকিতে পড়ার মূল কারণ হচ্ছে বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতি। নির্ধারিত সময়ের এক মাস পরও বাঁধের কাজ শেষ হয়নি। মূল কাজ রেখে প্রশাসন, পাউবোর কর্মকর্তারা কীভাবে একের পর একে প্রকল্প আর প্রাক্কলন বাড়ানো যায়, সেটিতেই গুরুত্ব দিয়েছেন বেশি। হাওরের ফসল নিয়ে আমি শঙ্কিত। শুধু বাঁধ দিয়ে যে ফসল রক্ষা হবে না, সেটি আমরা বহুদিন ধরে বলে আসছি। ফসল রক্ষা করতে হলে বাঁধের সঙ্গে নদী ও খাল খনন করতে হবে। কিন্তু তা হয়নি।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে মাত্র ৭ মিলিমিটার। কিন্তু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে ৪৩৪ মিলিমিটার। এ বৃষ্টির পানি নিচের দিকে নামছে। সুনামগঞ্জে সুরমা নদীর ষোলঘর পয়েন্ট দিয়ে ৫ দশমিক ৯৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি যাচ্ছিল। সুরমা নদীর এ পয়েন্টে হাওরের বাঁধের বিপৎসীমা ৬ দশমিক ০৫ সেন্টিমিটার। বিপৎসীমার কাছাকাছি অবস্থায় থাকা এ পানি আরও বাড়লে পরিস্থিতি সামাল দেওেয়া কঠিন হবে বলে আগামী ২৪ ঘণ্টা সময়কে সুনামগঞ্জের জন্য বিপজ্জনক সময় উল্লেখ করেছে পানি উন্নয়ন বোর্ড।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুল বলেন, নির্ধারিত সময়ে বাঁধের কাজ শুরু ও শেষ না হওয়ায় আজ হাওরের এমন দশা। অনিয়ম দুর্নীতির মানুষের ফসল ঝুঁকিতে রয়েছে। কৃষকদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। পরিস্থিতি মোটেও ভালো নয়। যেভাবে নদীর পানি বাড়ছে এটি অব্যাহত থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। মানবিক বিপর্যয় দেখা দেবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, আমরা হাওরে ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা করছি। কিন্তু যেভাবে উজানের ঢল নামছে, তা অস্বাভাবিক। প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের হাওরে নজর রাখতে বলা হয়েছে। যে বাঁধগুলো ত্রুটিপূর্ণ এবং সংস্কারের প্রয়োজন সেগুলোর কাজ করা হচ্ছে। পিআইসি গঠনে ও বাঁধ নির্মাণ কাজে যদি কোনো অনিয়ম থাকে, তাহলে আমি তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির প্রতিবেদনে যারা যারা এতে দোষী সাব্যস্ত হবেন এবং যারা কর্তব্য অবহেলায় অভিযুক্ত হবেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। সরকারি কর্মকর্তা হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব এবং পিআইসি হলে সরাসরি মামলা করা হবে।

এসএন

Header Ad

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিল্টন অস্ত্রসহ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিল্টন অস্ত্রসহ গ্রেপ্তার। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সেলিম মাহফুজ মিল্টনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মিল্টন দর্শনা পৌর যুবদল নেতা ছিলেন।

জানা গেছে, মিল্টন এর বিরুদ্ধে স্বর্ণ/মাদক চোরাকারবারি, অবৈধ অস্ত্র, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ২৭ নভেম্বর ( বুধবার) বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেলিম মাহফুজ মিল্টনকে দর্শনা থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত মিল্টনকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট পরবর্তী সময় মিল্টন দর্শনায় ত্রাস হিসেবে পরিচিত লাভ করেছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফেলে এসেছে। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

Header Ad

সরকার পতনের পর থেকে অনুপস্থিত কুবি কর্মকর্তা, তদন্ত কমিটি গঠন

মো. রেজাউল ইসলাম মাজেদ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলাম মাজেদ বিশ্ববিদ্যালয়ে আসছেন না। কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, গত ০৬ আগস্ট থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১০০ দিনের মত নিজ কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ। অনুপস্থিত থাকার জবাব চেয়ে গত ২৩ অক্টোবর কর্মক্ষেত্রে যোগদানের জন্য নোটিশ দেওয়া হয় তাকে। ১০ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলেও মাজেদ জবাব দেননি। পরবর্তীতে গত ০৩ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কোনো জবাব না পেয়ে গত ২৭ নভেম্বর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, সদস্য হিসেবে আছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ এবং সদস্য সচিব হিসেবে আছেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক এস. এম. মাহমুদুল হক।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন মো. রেজাউল ইসলাম মাজেদ। কমিটির পাওয়ার আগেও পরে অসংখ্য ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের কাজে হস্তক্ষেপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের কটূক্তি, টেন্ডারবাজি, উপাচার্যের গাড়ি রোধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই সাথে ২০১৬ সালে কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহর হত্যার মামলায় এজাহারেও রয়েছে তার নাম। গত ৫ আগস্টের পর সর্বশেষ গত ১৩ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় তাকে। তবে এয়ারপোর্ট পুলিশের তৎপরতায় তিনি দেশ ছেড়ে পালাতে পারেননি বলে জানা গেছে। কিন্তু এখন কোথায় আছেন এসব বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

এই ব্যাপারে মো. রেজাউল ইসলাম মাজেদের নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, 'গতকাল তদন্ত কমিটি সম্পর্কে জানতে পেয়েছি। ইতিমধ্যে সদস্য সচিবকে দায়িত্ব দিয়েছি অভিযুক্তের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য। সম্ভাব্য আগামী রবিবার কমিটির সবাই মিলে মিটিং করা হবে।'

এ বিষয়ে রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মুজদার বলেন, 'এর আগে তাকে কর্মস্থলে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়। কিন্তু এরপরও কর্মস্থলে যোগদান না দেওয়ায় তাকে কারণ দরশানোর নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও কোন জবাব না আসায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Header Ad

জুমার নামাজের পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

জুমার নামাজের পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।

এর আগে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

এ সময় মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা জালালুদ্দীন, মুফতি বশিরুল্লাহ, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মহিউদ্দিন মাসুম, মাওলানা জুবায়ের আহমাদ, মুফতি আজহারুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা এনামুল হক মুসা, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা শরিফ উল্লাহ, মুফতী আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা শরিফ হোসাইন, মাওলানা বশিরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

আইনজীবী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি চলমান। এসব কর্মসূচি থেকে ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি উঠেছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিল্টন অস্ত্রসহ গ্রেপ্তার
সরকার পতনের পর থেকে অনুপস্থিত কুবি কর্মকর্তা, তদন্ত কমিটি গঠন
জুমার নামাজের পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি
যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা
এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস
দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭
রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসকন নিষিদ্ধের বিষয়টি দেখছে
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে অস্বীকার ইসকনের